
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চলাকালে সরাসরি ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এমনকি ‘আলো আসবেই’ নামের বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি’ ঢেলে দেওয়ার পরামর্শও দিতে দেখা যায় তাকে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গোপনে দেশত্যাগ করেন এই অভিনেত্রী।
বুধবার (৮ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আবেগি পোস্ট দিয়েছেন অরুণা বিশ্বাস। দীর্ঘ ৭ বছর পর খালেদা জিয়া এবং তারেক রহমানের দেখা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছেন খালেদা জিয়া। সেখানেই মা-ছেলের সাক্ষাৎ হয়েছে।
খালেদা জিয়া এবং তারেক রহমানের একটি ছবি পোস্ট করে অরুণা নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘মা আর সন্তান এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর মুহূর্ত। মা।’
অরুণার এই ফেসবুক পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই পোস্টের পর নেটিজেনদের কেউ কেউ তাকে ‘সুযোগসন্ধানী’ বলছেন তো কেউ আবার সরাসরি ‘পল্টিবাজ’ আখ্যা দেন।