
ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক মাস হলো। এর আগেই তার বিরুদ্ধে ছিল মাদক কারবারির অভিযোগ। এবার চেয়ারম্যান নির্বাচিত হয়েই ফ্লাটে তরুণী নিয়ে ধরা খেলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল। পুলিশ ফ্ল্যাট থেকে তরুণীকে উদ্ধার করলেও সোহেলকে গ্রেপ্তার করতে পারেননি। পুলিশ দেখে দৌড়ে পালান তিনি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজশাহী নগরীর থিম ওমর প্লাজা অবস্থিত তার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান সোহেলের ফ্ল্যাটে পুলিশ প্রবেশ করে। পুলিশ তার কাছে জানতে চান, ‘আর কে আছে ফ্ল্যাটে।’ চেয়ারম্যান বলেন, ‘কেউ নেই তো।’ এরপর পুলিশ তল্লাশি শুরু করে। ফ্ল্যাটের বাথরুমে তখন পাওয়া যায় ২২ বছরের এক তরুণীকে। এমন সময় সোহেল দৌড়ে ফ্ল্যাট থেকে নেমে পালিয়ে যান।
গোদাগাড়ীর একাধিক সূত্র নিশ্চিত করেছে, পুলিশের হাত থেকে বেঁচে গিয়ে সোহেল এলাকায় একটি ইসলামী জলসায় যোগ দেন।
‘থিম ওমর প্লাজার’ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় দেখা গেছে, ভবনের সিঁড়ি বেয়ে দৌড়ে পালিয়েছেন সোহেল।
থিম ওমর প্লাজায় সোহেলের ফ্ল্যাটে অভিযান চালিয়েছিলেন নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর আলী। তিনি বলেন, ‘সোহেলের গ্রামের বাড়ি উজানপাড়া। আর ওই তরুণীর বাড়ি পাশের গ্রাম মাটিকাটায়। ফ্ল্যাট থেকে দুজনকে বের করে থানায় নেওয়া হবে, ঠিক এমন সময় দৌড়ে সোহেল পালিয়ে গেছেন। তাই তাঁকে ধরা সম্ভব হয়নি।’
আটকের পর ওই তরুণী পুলিশের কাছে প্রথমে দাবি করেন, তাঁর জন্ম নিবন্ধন সনদে ভুল আছে। সেটি ঠিক করে দেওয়ার জন্য সোহেল তাঁকে ফ্ল্যাটে আনেন।
তবে সোহেল ১১ নভেম্বর নির্বাচিত হলেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেননি। তাঁর শপথও হয়নি। নিবন্ধন সনদ তিনি ঠিক করতেই পারবেন না। পরে জেরার মুখে ওই তরুণী সোহেলের সঙ্গে আশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। এ কারণে দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। শুক্রবার ওই তরুণীকে আদালতে পাঠানো হয়েছে। সোহেলকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে কথা বলার জন্য বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা ফোন করা হলেও নির্বাচিত চেয়ারম্যান সোহেল ফোন রিসিভ করেননি।