16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দায়িত্ব শেষ করলেন এইলিন ডি ভিলা

দায়িত্ব শেষ করলেন এইলিন ডি ভিলা - the Bengali Times
শেষ কর্মদিবসে টরেন্টো স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা এইলিন ডি ভিলা এই দায়িত্বে তার সময়ের দিকে ফিরে তাকান

শেষ কর্মদিবসে টরেন্টো স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. এইলিন ডি ভিলা এই দায়িত্বে তার সময়ের দিকে ফিরে তাকান। টরন্টোর শীর্ষ চিকিৎসক হিসেবে ডি ভিলা কিছু উপদেশ বাক্যও শোনান।

নগরীর স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা হিসেবে দীর্ঘ আট বছর দায়িত্ব পালন করেন ডি ভিলা। কোভিড-১৯ মহামারির মধ্যে টরন্টোকে এগিয়ে যেতে তিনি সহায়তা করেন। লকডাউন, সংক্রমণ ও ভ্যাকসিন সম্পর্কিত সংবাদ সম্মেলনগুলোতে নিয়মিত কণ্ঠ হয়ে ওঠেন ডি ভিলা।

- Advertisement -

গত বছরের মে মাসে ডি ভিলা বলেন, তার সরে দাঁড়ানো উচিত। জীবনের সুযোগ হিসেবে উল্লেখ করে এই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয় বলেও জানান তিনি।

শেষ কর্মদিবসে পোস্ট করা একটি ইউটিউব ভিডিওতে ডি ভিলা বলেন, তিনি এখন কিছুটা বিশ্রাম নেওয়া এবং জীবনের নতুন অধ্যায়ের জন্য তিনি এখন প্রস্তুত।

ডি ভিলা বলেন, আপনাদেরকে, টরন্টোর বাসিন্দাদের জন্য আমি আমার সর্বোচ্চটা করেছি। আমি শুনতে চেয়েছি। বুঝতে চেয়েছি এবং আমাদের কমিউনিটির স্বার্থের জন্য সর্বোচ্চটি করেছি। গত কয়েক বছরের বিভিন্ন ঘটনা আমাদের সিস্টেম ও আমাদের সমাজের অন্যায্যতা ও অবিচার সামনে এনেছে। একই সঙ্গে আমাদের নগরীর অবিশ^াস্য শক্তি ও স্পিরিটও তুলে ধরেছে।

স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা হিসেবে ডি ভিলা বিপন্ন মানুষ ও কম সুবিধাভোগী কমিউনিটিগুলোর জন্য ভ্যাকসিন কর্মসূচির জন্য বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। একই সঙ্গে সুপারভাইজড কনজাম্পশন সাইট ও হার্ড ড্রাগ রাখাকে অপরাধ বিবেচনা না করার পক্ষেও ভূমিকা রেখেছেন। এটা তিনি করেছেন ওপিয়ড সংকটের বিরুদ্ধে লড়াই হিসেবে। যদিও তার এই অবস্থান অনেক সময় সমালোচকদের ক্ষুব্ধ করেছে।

শেষ কর্মদিবসে ডি ভিলা বলেন, টরন্টোর জন্য তিনি শেষ আরেকটি পরামর্শ দিতে চান। সংক্ষেপে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলব।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles