ব্যাথার্স্ট স্ট্রিট এবং লরেন্স এভিনিউ ওয়েস্টের কোণায় টিডি ব্যাংকের সামনের অংশ ভাংতে এক্সকাভেটর ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা ২৬ মিনিটে ঘটনা ওই ঘটনা তদন্ত করছে টরন্টো পুলিশ।
এ ঘটনায় একটি এটিএম মেশিন বের করে এনে ভেঙে ফেলা হয় এবং এক্সকাভেটরটি ফেলে যাওয়া হয়। মেশিনটিতে কী পরিমাণ অর্থ ছিল তা জানা যায়নি।
এ ঘটনায় লরেন্স প্লাজার ভবনের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ ঘটনার ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৩২০০ নাম্বারে পুলিশ বা ক্রাইম স্টপারদের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।