১। এমপিদের হাত থেকে সকল প্রকার উন্নয়ন কাজ ও ডিও লেটার ইস্যু করার ক্ষমতা রহিত করে বেতন ব্যতিত সকল প্রকার অবৈধ আয়ের উৎস বন্ধ করুন
২। দ্বি-কক্ষ বিশিষ্ট চার বছর মেয়াদী পার্লামেন্ট গঠন করুন
৩। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরী করুন
৪। নির্বাচন কমিশন, বিচার বিভাগ সম্পুর্ণ স্বাধীন করুন
৫। হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করে প্রতিটি বিভাগে শাখা তৈরী করুন
৬। দুই বারের বেশী কেউ কোন ধরনের জনপ্রতিনিধি যেমন এমপি, মেয়র, চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারবেন না নিশ্চিত করুন
৭। অডিটর জেনারেল পদকে এমনভাবে তৈরী করুন যাতে তার এক রিপোর্টেই সরকার পতন হয়, কোন হরতাল ধর্মঘটের প্রয়োজন হবে না
৮। উচ্চ কক্ষের সংসদীয় কমিটিকে এমনভাবে শক্তিশালী করুন যাতে তাদের কাছে শুনানী ব্যতিত কোন মন্ত্রী, বিচারপতি, আইজিপি বা সরকারী উচ্চ পদে কারো নিয়োগ কনফার্ম না করা যায়
৯। ভোটের ব্যালট হবে ম্যানুয়াল কিন্তু ভোট গণনা হবে ইলেক্ট্রনিক সিস্টেমে
১০। সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দিয়ে কোন এমপি দল থেকে বহিস্কৃত হলেও সংসদ সদস্য পদ হারাবে না তা নিশ্চিত করুন
১১। শক্তিশালী স্বাধীন দুদক ও পিএসসি চাই
১২। সকল রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব দিতেই হবে। অন্যথায় দল সাসপেন্ড হবে, দলের সাধারণ সম্পাদক/মহাসচিবের জেল জরিমানা হবে।
১৩। রাজনৈতিক দল বা ধর্মীয় বা যে কোন সভা সমাবেশের খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে সাবমিট করতে হবে এবং নিরপেক্ষভাবে তা অডিট করতে হবে।
১৪। যে কোন নির্বাচনী ব্যায় সীমা সর্বোচ্চ দশ লক্ষ টাকা করতে হবে। প্রতিটি ব্যয়ের ভাউচার অডিট হবে। সর্বোচ্চ সীমা ভঙ্গ করলে ছয় মাসের জেল, প্রার্থীতা ক্যানসেল ও দশ লক্ষ টাকা জরিমানার ব্যবস্হা করে নির্বাচনে ধনী গরীবের প্রার্থীতার বৈষম্য দুর করুন, কালো টাকার বিনিময়ে দস্যুদের নির্বাচিত হবার প্রহসন বন্ধ করুন
১৫। একই পরিবারের একাধিক ব্যক্তি কিংবা উত্তারাধিকারসুত্রে কেউ কোন নির্বাচন করতে পারবে না নিশ্চিত করে পরিবারতন্ত্র বন্ধ করুন
১৬। প্রতিটি দলের দুই বা তিন বছর পর পর কাউন্সিল হবে এবং নেতৃত্ব পরিবর্তন বাধ্যতামুলক করে দলের মধ্যে গনতন্ত্র প্রাকটিস নিশ্চিত করুন
১৭। সমাজের সকল স্তর থেকে বৈষম্য দুর করতে সবার আগে ভিআইপি প্রথা নিষিদ্ধ করুন
১৮। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যতিত সরকারী কর্মকর্তাদেরকে স্যার বলার প্রথা আইন করে বন্ধ করুন
১৯। স্হানীয় সরকারকে শক্তিশালী করে উন্নয়নের সকল দায়িত্ব তাদের হাতে ন্যস্ত করুন
২০। দুর্নীতিবাজদের জনসম্মুখে দৃষ্টান্তমুলক বিচার ও শাস্তি কার্যকর করুন
স্কারবোরো, কানাডা