আজ না হয় আরো একবার বিবেচনা করে দেখি কে আমাদের জাতির পিতা?
যারা মনে করেন দেশের জন্য একজন জাতির পিতার কোন প্রয়োজন নেই। এই লেখাটি তাদের জন্য নয়। বরং ১৯৭১ থেকে যারা জাতির পিতা, নেতাদের নেতা, মহা নায়ক অন্বেষণ করছেন আমি তাদেরই একজন। কেউ যদি আমার মতো সিদ্ধান্ত নিতে চান, কে আমাদের জাতির পিতা তাকে একটি প্রতিজ্ঞা বা শপথ করে নেওয়া ভাল এই অর্থে, সত্য বলে মন যা সায় দেবে সেটা নিয়ে অহেতুক আর তর্কবিতর্ক করবো না। আসুন কে জাতির পিতা, সেই সিদ্ধান্তে একটি প্রক্রিয়া অনুসরণ করে দেখি।
১৯৭১ সালের বহির্বিশ্বের সংবাদ মাধ্যম, প্রচারযন্ত্র, সামাজিক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন এবং সে সমস্ত দেশের রাষ্ট্রীয় দলিলপত্র, নথি, রেকর্ডে বাংলাদেশের কোন নেতার নাম বারবার উঠে এসেছে?
১৯৭১ সালে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান বা রাষ্ট্র প্রধান, মন্ত্রী, সংসদ নেতারা একে অন্যের সাথে বাংলাদেশ সংক্রান্ত আলোচনায় কোন বাংলাদেশী নেতার নাম মুখে তুলে আনতেন সব চাইতে বেশি?
১৯৭১ সালে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাঙালি, ছাত্র যুব সমাজ কার ধারাবাহিক রাজনৈতিক সাফল্য বা দিক নির্দেশনা বিশ্লেষণ বিবেচনা করে সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তারা সেই ব্যক্তির নির্দেশিত পথ অবলম্বন করে মুক্তি সংগ্রামে ঐক্যবদ্ধ হবেন?
১৯৭১ সালে পাকিস্তান সেনা বাহিনী দ্বারা কব্জা করা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাইরে যত মিটিং মিছিল শোভাযাত্রা হয়েছে সেখানে কোন নেতার ছবি ব্যবহার করা হতো?
১৯৭১ সালে কোন মানুষটির নামে স্লোগান দেওয়া হতো?
১৯৭১ সাল পর্যন্ত কোন ব্যক্তির নামে রচিত গান, কবিতা প্রবন্ধ মন্ত্রমুগ্ধের মতো পাঠ করা হতো?
১৯৭১ সালে কোন রাজনৈতিক নেতার জন্য দেশের মুরুব্বীরা রোজা রাখতেন?
১৯৭১ সালে কোন নেতাকে বন্দী করার পর পাকিস্তান সরকার বা সেনা বাহিনী আর কোন নেতাকে গ্রেপ্তার করার জন্য মাথা ঘামায় নি?
১৯৭১ সালে পাকিস্তান ভেঙ্গে যাচ্ছে এই ভয়ে কোন কোন বাঙালি রাজনৈতিক নেতা বা সামরিক কর্মকর্তাকে তাঁর উপস্থিত অনুপস্থিত অবস্থায় পাকিস্তানের সামরিক অথবা বেসামরিক আদালত বিচার প্রক্রিয়া শুরু করেছিল?
১৯৭১ পাকিস্তানের সৈন্যরা বাঙালীদের গুলি করার আগে কোন রাজনৈতিক, সামরিক বা বেসামরিক ব্যক্তির নাম উচ্চারণ করে বলতো, ‘তুম …… কা বান্দা (অর্থাৎ তুমি তাঁর লোক বা অনুসারী)?
১৯৭১ সালে যুদ্ধ শেষে রাজনৈতিক নেতা কর্মী, সামরিক বেসামরিক উচ্চপদস্থ ব্যক্তিরা একে একে ঢাকায় আসতে শুরু করে। কার ফিরে আসা নিয়ে জাতি সবচাইতে বেশি উদগ্রীব ছিল?
বাংলা ও বাঙালির জন্য কথা বলতে গিয়ে কে সবচেয়ে বেশি জেল খেটেছেন?
দেশ ও মানুষের অধিকার আদায়ে অবিচল থাকার কারণে সামরিক শাসক কোন বাঙালিকে দুই দুইবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত দণ্ড দেওয়ার পক্রিয়া শুরু করেছিল।
পাকিস্তান সৈন্যদের আত্মসমর্পণ পর কোন নেতার আগমন উপলক্ষে বিদেশি সরকার প্রধানেরা দেখা করতে এসেছিলেন। কার উপলক্ষে বিদেশে এবং বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত বাজিয়ে গার্ড অব অনার দেওয়া হয়েছিল?
স্বাধীন বাংলাদেশে কোন ব্যক্তির আগমনের দিন বিশাল জনতার উপস্থিতির কারণে হেলিকপ্টারে চড়ে ছবি তুলতে হয়েছিল?
স্বাধীন বাংলাদেশে কার আগমনে বিশ্বের টেলিভিশন রেডিও ফলাও করে সংবাদ প্রচার করেছিল কিংবা ইস্তিহার ছেপে ছিল?
স্বাধীন বাংলাদেশে কার আগমনে সংবাদপত্র কাব্যিক শিরোনাম করেছিলো,
‘‘ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ জাগে’ (দৈনিক ইত্তেফাক)
‘ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়’ (দৈনিক পূর্বদেশ) ‘বঙ্গবন্ধুর প্রতীক্ষায় ঢাকা নগরী” (দৈনিক সংবাদ)
আপনাদের সুবিধার্থে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সময় পর্যন্ত জীবিত থাকা উল্লেখযোগ্য কিছু নাম সুপারিশ করা হলো। কোন নাম বাদ পড়ে গেলে ক্ষমা করে দিবেন অথবা যোগ করে নিতে পারেন।
বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান
মজলুম জন নেতা, আবদুল হামিদ খান ভাসানী
প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধান, সৈয়দ নজরুল ইসলাম
প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, তাজউদ্দীন আহমদ
মুক্তিযোদ্ধাদের সেনা প্রধান এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান, জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী
মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী সেক্টর কমান্ডারদের কেউ
কোন বিশিষ্ট ছাত্র শ্রমিক রাজনৈতিক নেতা কিংবা বিশিষ্ট কোন শিল্পী কবি সাহিত্যিক অভিনেতা।
সামান্য টিপস; পুরোটাই মিনার তবে সব চেয়ে উঁচু অংশকেই মিনার হিসেবে চিহ্নিত করা হয়। সবটুকুই পাহাড়, কিন্তু লক্ষ্য থাকে সর্বোচ্চ চুড়াকে স্পর্শ করা, সেটাই পাহাড়ের পরিচয়। সিনেমার সবাই অভিনেতা কিন্তু প্রধান চরিত্র একজনই বহন করেন। উপন্যাসের ঘটনা বিশ্লেষণ করে নির্ধারণ করা হয় কোন চরিত্রের জন্য উপন্যাসটি কালজয়ী হবে। তেমনি ভাবে, মজবুত ইতিহাসের প্রধান কারিগরি একজনের হাতেই থাকে।
স্কারবোরো, কানাডা