-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ইতিহাস এখন কোথায়

ইতিহাস এখন কোথায়
ইতিহাস এখন কোথায়

ইতিহাস আপনাদের ছেড়ে অনেক আগেই রওনা হয়ে গেছে। এটি এখন উন্নত বিশ্বের লাইব্রেরিতে , হোয়াইট হাউজের ডিক্লাসিফায়েড দলিলে , দেশ বিদেশের অজস্র বইয়ে , ইন্টারভিউতে , সিনেমায় , ডকুমেন্টারিতে এবং আরো নানান জানা অজানা মিডিয়াতে। বিশ্বাস না হয়, গুগল করে দেখুন। তাই ইতিহাস বিকৃতি নিয়ে বেশি সময় নষ্ট না করে দেশের এই সন্ধিক্ষণে মানুষ যে পরিবর্তনের পক্ষে কথা বলেছে, তা নিয়ে কাজ করুন। কেননা ইতিহাসের যে গাড়ি গন্তব্যে পৌঁছে গেছে , তাকে  পরিবর্তন করা অরণ্যে রোদন ছাড়া কিছু নয়। বলবেন না নিশ্চয়ই , গন্তব্যে পৌঁছায় নাই।  সেই ৭ই মার্চ ধরেই তো নয় মাস পরে ১৬ই ডিসেম্বর আসলো ।

যাই হোক, ভাবলাম আপনাদের  ইতিহাস সম্পর্কিত এইসব দলিলের সামান্য একটু নমুনা দেখাই ।  প্রিন্সটন ইউনিভার্সিটির একজন প্রফেসর গ্যারি বাস এর বেস্ট সেলার বই থেকে লিখছি এই অংশটা।

- Advertisement -

ঐতিহাসিক মার্চ এর ঘটনাবলী নিয়ে ৭১ এর সময় ঢাকার সেই সময়ের মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড আর তার গিন্নির কিছু মজার পর্যবেক্ষণ আছে। মেগ ব্লাড শেখ মুজিবের ৭ই মার্চের পাঁচ লক্ষ লোকের জনসমাবেশ দেখে মন্তব্য করেন ,” বিরাট এক জনগোষ্ঠী যেন হঠাৎ পলিটিক্যাল হয়ে গেলো। তারা অপমান বোধ করে ,  তাদের ভোটের রায়কে অস্বীকার করা হচ্ছে “।  সত্তরের নির্বাচনে মুজিবের নেতৃত্বে মেজরিটি আসনে জিতে আসার প্রসঙ্গে এই কথা বলেন  মেগ ব্লাড।

মার্চের গণজাগরণ ছড়িয়ে পড়ে ঢাকা থেকে শুরু করে, চট্টগ্রাম , যশোর সব জায়গায়। পূর্ব পাকিস্তানের সৈন্যরা কুলিয়ে উঠতে পারছিলো না। ইয়াহিয়া পশ্চিম পাকিস্তান থেকে অতিরিক্ত সৈন্যদের নিয়ে আসতে শুরু করে।  তাতে ও বাঙালিদের দমিয়ে রাখা যাবে , ঠিক ভরসা করতে পারে নি  , তাই শেষ মেশ পূর্ব পাকিস্তানে টিক্কা খানকে গভর্নর হিসেবে বসিয়ে দেয়। বালুচিস্তানের অভ্যূথানকে রুখতে  নিষ্ঠুর নিপীড়ণের জন্য টিক্কা খান এর মধ্যেই নাম কামিয়ে নিয়েছে , বুচার অফ বালুচিস্তান।  টিক্কা খান সম্পর্কে ব্লাড জানতেন , পাকিস্তানের সামরিক বাহিনীতে তার দুর্নাম আছে কশাই হিসাবে।

আর্চার ব্লাড তবুও আঁচ করতে পারেন নি , যে, বাংলায় গণহত্যা এতো তাড়াতাড়ি নেমে আসবে  বরং তিনি কিছুটা স্বস্তি বোধ করেন এই ভেবে, মুজিব ৭ই মার্চে সরাসরি স্বাধীনতা ঘোষণা করেন নি। যদিও নিরস্ত্র বাঙালি সশস্ত্র সামরিক বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে , ব্লাড তারপর ও ভেবেছিলেন , দুই পক্ষের মধ্যে আপাতত কিছু হচ্ছে না , বরং অপেক্ষার একটা স্থবির অবস্থা বিরাজ করছে। বাঙালিদের উপর ২৫শে  মার্চে পাকিস্তানিদের ঝাঁপিয়ে পড়া নিয়ে এই ভুল পর্যবেক্ষণের  জন্য ব্লাড পরবর্তীতে নিজেই লজ্জিত হন।

ব্লাড কে আর যাই বলেন, আওয়ামী লীগার বলতে পারেন না। তিনি বরং লীগকে স্মরণ করিয়ে দেন , ইয়াহিয়া এবং তার বীরদর্প সিনিয়র অফিসাররা শত উস্কানির মুখেও সংযত আছে।  বাড়াবাড়ির জন্য মুজিবের প্রতি উল্টা তিনি নাখোশ হন ।

শেখ মুজিবের বাড়ি ঘিরে সর্বস্তরের হাজার হাজার নারী ও পুরুষ সারাক্ষণ বাংলাদেশের মুক্তির  স্লোগানে মুখর করে রাখছে । এসব দেখে শুনে আমেরিকার রাষ্ট্রদূত  হকচকিয়ে যান ,  নিরস্ত্র জনতা পেশাদার সেনাবাহিনীর বিরুদ্ধে কেবল  ইচ্ছাশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে , এটি তার কাছে অবোধ্য এক রহস্য মনে হয়।

গ্যারি বাস এর ব্লাড টেলিগ্রাম মূলত ঢাকার সেই সময়ের ডায়েরী।  আর্চার ব্লাড প্রতিদিন যে স্টেট ডিপার্টমেন্টে তারবার্তা পাঠাতেন সেগুলো থেকে তো আছেই  ,  তাছাড়া হোয়াইট হাউস এর পঞ্চাশ বছর আগের টেপ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে শুনে  , এবং আরো নানান সূত্র থেকে ম্যাটেরিয়াল নিয়ে এই ইতিহাস লিখেন তিনি। পড়তে গিয়ে গা কাটা দিয়ে উঠে।  মনে হয় , রোমাঞ্চকর কোনো উপন্যাস পড়ছি।

তাই বলছি, ইতিহাস এর গাড়ি অনেক আগেই চলে গেছে।  এখন সেটিকে পেছনে ফেরত নিয়ে আসবার কোনো উপায় নেই।

তবে হ্যা, আপনারা ভবিষ্যৎ রচনা করতে পারেন ।  এমন এক ভবিষ্যৎ রচনা করতে পারেন  , যেটা আগামীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত  থাকবে ।  সেই সুযোগ আপনাদের হাতে আছে। কাজে লাগান , দেখবেন , অন্যের সৃষ্ট ইতিহাস নিয়ে টানাটানি করতে হবে না। এমন এক সোনার বাংলা গড়ে তুলুন, আক্ষরিক অর্থেই , যেখানে মানুষ দুবেলা কষ্ট করে হলেও খেয়ে পরে বাঁচবে , আর নিরাপদে থাকবে। যাই হোক, প্রতিদিনের অনেক নিরাশার মধ্যে আশা করতে দোষ কি।

মিলান কুন্দেরার কথাটা খুব মনে পড়ছে এই সময়ে  “বাংলাদেশের রক্তাক্ত গণহত্যা আলেন্দেকে ভুলিয়ে দিয়েছিল , সিনাই মরুভূমির যুদ্ধের আওয়াজে  বাংলাদেশের হাহাকার  চাপা পড়ে  গিয়েছিল, কম্বোডিয়ার হত্যাকাণ্ডে  সিনাই হারিয়ে গিয়েছিল  , এবং এভাবে একের পর এক, সবাই সবকিছু পুরোপুরি ভুলে যায়।” বাংলার মানুষের উপর এভাবে কি একের পর এক আঘাত আসবে  আর কুন্দেরার আশংকা মতো নতুন আঘাত পুরোনো ক্ষতকে ভুলিয়ে দেবে ?

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles