
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি
ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে পথচলা এই নায়িকার। শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। সম্প্রতি কালের কণ্ঠের সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘বিশ্বাসে মেলায় বন্ধু’তে হাজির হয়েছিলেন অভিনেত্রী।
দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় সেই অনুষ্ঠানটিতে নিজের ক্যারিয়ার ও পারিবারিক বিষয়ে অনেক কথা বলেন অভিনেত্রী। সেখানেই তিনি জানান, স্কুল জীবন থেকেই তার পেছনে লাইন লেগে থাকতো ছেলেদের।
ববি বলেন, ‘আমি যখন সিক্স সেভেনে, তখন থেকেই দেখি আমার সঙ্গে এতো সুন্দরী মেয়েরা থাকা সত্ত্বেও আমার পেছনে হ্যান্ডসাম ছেলেরা ঘুরাঘুরি করতো। এমনকী আমার বাসায় কারো ফোনকল এলেও আমি মার খেতাম মায়ের কাছে।