9.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

লিভ টুগেদার বাংলাদেশে নরমাল হচ্ছে: স্বাগতা

লিভ টুগেদার বাংলাদেশে নরমাল হচ্ছে: স্বাগতা - the Bengali Times
ছবি সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী স্বাগতা সম্প্রতি লিভ টুগেদার নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করেছেন। চলতি বছরের শুরুতে তিনি প্রেমিক ও বন্ধু ড. হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হাসান একজন লন্ডনপ্রবাসী এবং সংগীত জগতের সঙ্গে যুক্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা জানান, “বিয়ের আগে আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি। তারপর আমরা দুজন একে অপরকে পার্টনার হিসেবে পছন্দ করেছি।”

- Advertisement -

তিনি আরও জানান, এই সিদ্ধান্তে উভয় পরিবারের কোনো আপত্তি ছিল না। তাদের ভাই-বোনসহ পরিবারের সবাই বিষয়টি মেনে নিয়েছেন এবং সমর্থনও করেছেন।

লিভ টুগেদার নিয়ে সমাজের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্বাগতা বলেন, “সমাজও আমাদের বিষয়টি মেনে নিয়েছে। প্রথমে একটু সময় লেগেছিল, কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। যেমন ডিভোর্স নরমালাইজ হয়েছে, তেমনি লিভ টুগেদারও একদিন নরমালাইজ হবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, এর আগে স্বাগতা চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সাত বছরের প্রেমের পর বিয়ে করেছিলেন। তবে ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। নতুনভাবে জীবন শুরু করা স্বাগতা সংগীত জগতেও সক্রিয় ছিলেন।

তিনি একসময় ‘মহাকাল’ নামের একটি ব্যান্ড দলের সদস্য ছিলেন এবং ছড়াগানে জাতীয় প্রতিযোগিতায় পুরস্কৃত হন। সম্প্রতি ওয়েব সিরিজ ‘স্কাইজার’-এ অভিনয় করে আবার আলোচনায় এসেছেন এই গুণী অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles