
যুক্তরাষ্ট্রে সব ধরনের কানাডিয়ান পণ্য আমদানিতে ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা পরিবারের কারো হাতে আপনার হৃদপিন্ডে ছুরিকাঘাতের মতো। এমনটাই মন্তব্য করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসী পাঠানো বন্ধ না করা পর্যন্ত কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।
এর প্রতিক্রিয়ায় এস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফোর্ড এই ধারণাকে আমাদের বন্ধু ও মিত্রদের কাছ থেকে পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেছেন। এবং এটা উপেক্ষা করা উচিত নয় বলেও জানিয়েছেন তিনি।
ফোর্ড বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল অন্টারিওরই বছরে ৫০ হাজার কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। আমি এই মন্তব্যের মধ্যে কোনো ন্যায্যতা খুঁজে পাচ্ছি না। আমার কাছে এটা অপমানজনক মনে হচ্ছে। এটা অনেকটা পরিবারের কোনো সদস্যের হাতে হৃৎপিন্ডে ছুরিকাঘাতের মতো।
উভয় দিকে যুক্তরাষ্ট্র ও কানাডার পতাকা রেখে ফোর্ড আরও বলেন, কানাডা মেক্সিকো নয়।
ট্রাম্পের এই পোস্টের পর কানাডিয়ান কর্মকর্তাদের কর্মৃতৎপরতা বেড়ে গেছে। এমনকি ব্যস্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। পোস্টের বিষয়ে আলোচনা করতে ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ফোন করেন তিনি। পরে তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে।
শুল্কের এই হুমকির বিষয়ে আলোচনা করতে ট্রুডো ও প্রিমিয়ারদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ফোর্ড। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য ট্রুডোর সঙ্গে ফার্স্ট মিনিস্টারদের বৈঠক অনুষ্ঠিত হবে।
কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলে পাল্টা পদক্ষেপ হিসেবে তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূক শুল্ক আরোপ করবেন কিনা জানতে চাইলে ফোর্ড বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক আরোপ হবে না। যদি হয়ই তাহলে এর কোনো বিকল্প থাকবে না। ¥াদের প্রতিশোধ নিতে হবে। আমাদের প্রতিশোধ নিতে হবে। তবে আমেরিকানদের বিরুদ্ধে নয়। সেই প্রশাসনের বিরুদ্ধে, যারা এই অন্যায়ের ডাক দিয়েছে।