7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

‘রাতেই উপদেষ্টারা সব পা’লায়ে গেছে, হাসি আপারে বলেন দেশে আসতে’

'রাতেই উপদেষ্টারা সব পা’লায়ে গেছে, হাসি আপারে বলেন দেশে আসতে'
সাংবাদিক ইলিয়াস হোসেন

বৃহস্পতিবার দিবাগত রাতে (২৪ জানুয়ারি) পতিত আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের মাধ্যমে সামাজিক মাধ্যমগুলোতে উপদেষ্টারা বিভিন্ন স্থানে পালিয়ে গেছেন সহ বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার ফেসবুকে গুজব ছড়িয়ে লিখেন,

“ব্যাংকক সার্জিস চলে গেছে
কুমিল্লায় হাসনাত
আসিফ দুবাই”

- Advertisement -

এসব গুজবের প্রেক্ষিতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক পোস্টে লিখেন,
“রাতেই উপদেষ্টারা সব পা’লায়ে গেছে…
হাসি আপারে বলেন দেশে চলে আসতে”

- Advertisement -

Related Articles

Latest Articles