12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রণক্ষেত্র

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রণক্ষেত্র - the Bengali Times
ছবি সংগৃহীত

অসদাচরণের অভিযোগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁধার মুখে পড়ে সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। থেমে থেমে চলে ধাওয়া, পাল্টা-ধাওয়া।

রাত ১১:০০ টার দিকে মুক্তি ও গণতন্ত্র ত্বোরণ হয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। এসময় প্রতিরোধ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে। শুরু হয় ধাওয়া, পাল্টা-ধাওয়া, সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

- Advertisement -

এর আগে রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। তারা জানায়, পাঁচ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির কাছে গেলে তাদের সাথে অসদাচরণ করা হয়। এর জেরে সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলেন, উনি আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করেছে। ওই অসদাচরণের জন্য হচ্ছে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি।

আরেক শিক্ষার্থী বলেন, আমাদের একটাই দাবি, প্রো ভিসি মামুন আহমেদ এসে সাত কলেজের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে।

সেখান থেকেই রাত ১১:০০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের ডাক দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, সোমবার অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি।

- Advertisement -

Related Articles

Latest Articles