-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

যে ৮ লক্ষণ দেখে বুঝবেন সঙ্গী প্রতারণা করছেন

যে ৮ লক্ষণ দেখে বুঝবেন সঙ্গী প্রতারণা করছেন
ছবি সংগৃহীত

সঙ্গীর প্রতি আস্থা ও ভালোবাসার ভিত্তিতেই সম্পর্ক টিকে থাকে। তবে কোনো কারণে সন্দেহ দানা বাঁধলে বিষয়টি যাচাই করা জরুরি। সম্পর্ক বিশেষজ্ঞরা কিছু সাধারণ লক্ষণের কথা বলেছেন, যেগুলো প্রতারণার ইঙ্গিত দিতে পারে।

১. উল্টো আপনাকেই সন্দেহ করা

- Advertisement -

প্রতারক সঙ্গী নিজের দোষ ঢাকতে উল্টো আপনাকেই সন্দেহের চোখে দেখতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এটি এক ধরনের ‘গ্যাসলাইটিং’, যার মাধ্যমে তিনি আপনাকে মানসিকভাবে ব্যস্ত রাখেন এবং নিজের কর্মকাণ্ড গোপন করেন।

২. অতি গোপনীয়তা

যিনি আগে নির্দ্বিধায় ফোনে কথা বলতেন বা চ্যাট করতেন, তিনি যদি হঠাৎ আড়ালে গিয়ে এসব করেন, তাহলে বিষয়টি সন্দেহজনক। এমনকি সঙ্গী যদি ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে কথা বলতে শুরু করেন, তাও হতে পারে সতর্ক সংকেত।

৩. যোগাযোগে ছন্দপতন

সঙ্গী যদি আগে নিয়মিত ফোন করতেন বা সময়মতো বাসায় ফিরতেন, কিন্তু হঠাৎ করে তা বন্ধ করে দেন বা নানা অজুহাতে দূরত্ব সৃষ্টি করেন, তবে তা সম্পর্কের প্রতি তাঁর আগ্রহের অভাবের লক্ষণ হতে পারে।

৪. প্রশ্নের সোজাসাপটা উত্তর না দেওয়া

সঙ্গীর কাছে প্রশ্ন করলে যদি তিনি ঘুরিয়ে-পেঁচিয়ে উত্তর দেন, রেগে যান বা যৌক্তিক ব্যাখ্যা না দেন, তা প্রতারণার ইঙ্গিত হতে পারে।

৫. সাজপোশাকে হঠাৎ সচেতনতা

সঙ্গী যদি হঠাৎ ফ্যাশন ও স্টাইলে অতিরিক্ত মনোযোগ দিতে শুরু করেন, নতুন নতুন পোশাক কিনতে থাকেন, তবে এটি অন্য কোনো সম্পর্কের ইঙ্গিত হতে পারে।

৬. আপনার প্রতি মনোযোগের অভাব

সঙ্গী যদি আপনার কথা শুনতে আগ্রহ দেখান না, সংসারের পরিবর্তনগুলো খেয়াল না করেন, বা সন্তানের প্রতি আগ্রহ হারান, তা সম্পর্কের প্রতি তাঁর উদাসীনতার প্রমাণ হতে পারে।

৭. ব্যাখ্যাতীত ব্যয়

সঙ্গীর খরচের ধরণে যদি অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় এবং তিনি এ নিয়ে কথা বলতে এড়িয়ে যান, তবে তা অন্য কোনো সম্পর্কের আভাস দিতে পারে।

৮. ষষ্ঠ ইন্দ্রিয়

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিজস্ব অনুভূতি বা গাট ফিলিং। যদি আপনার মনে হয় সঙ্গীর আচরণে কিছু অস্বাভাবিকতা আছে, তবে সেটি হালকাভাবে নেওয়া উচিত নয়।

এই লক্ষণগুলোর উপস্থিতি মানেই সঙ্গী প্রতারণা করছেন, এমন নয়। তবে বিষয়গুলো খতিয়ে দেখা এবং প্রয়োজনে খোলামেলা আলোচনা করা গুরুত্বপূর্ণ। সম্পর্কের যে কোনো সমস্যার সমাধান সময়মতো সচেতনতার মাধ্যমেই সম্ভব।

- Advertisement -

Related Articles

Latest Articles