-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

২৫০ ডলারের চেক ছাড়াই লিবারেলদের কর অব্যাহতি বিল

২৫০ ডলারের চেক ছাড়াই লিবারেলদের কর অব্যাহতি বিল
ক্রিস্টিয়া ফিল্যান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন জিএসটি পরিকল্পনা দ্রুত পাস করার ব্যাপারে সব দল এগিয়ে আসবে বলে আশাবাদী তিনি

কানাডিয়ানদের জন্য কর অব্যাহতি কার্যকর করতে বুধবার আইন উপস্থাপন করেছে লিবারেল সরকার। তবে এই বিলে প্রতিশ্রুত ২৫০ ডলারের রিবেট পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়নি। এই রিবেটের জন্য যোগ্যতা সম্প্রসারণের দাবির মুখে এটি অন্তর্ভুক্ত করা হয়নি বিলে।
লিবারেলদের প্রস্তাবের অধীনে বিলে বিভিন্ন আইটেমের ওপর থেকে গুডস অ্যান্ড সার্ভিসেস (জিএসটি) অথবা হারমোনাইজড সেলস ট্যাক্স (এইচএসটি) হ্রাস করা হবে। এর মধ্যে গ্রোসারি পণ্যও রয়েছে।

ক্রিস্টিয়া ফিল্যান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, জিএসটি পরিকল্পনা দ্রুত পাস করার ব্যাপারে সব দল এগিয়ে আসবে বলে আশাবাদী তিনি।

- Advertisement -

মূল পরিকল্পনায় ২০২৫ সালের এপ্রিলে কানাডিয়ানদের ২৫০ ডলারের চেক দেওয়ারও কথা ছিল। তবে এক্ষেত্রে শর্ত হলো তাদেরকে ২০২৩ সালে কাজ করতে হবে এবং ওই বছরে আয় থাকতে হবে সর্বোচ্চ দেড় লাখ ডলার। কিন্তু এনডিপি নেতা জাগমিত সিং মঙ্গলবার মূল আইনে সমর্থন না দেওয়ার ইঙ্গিত দেন। কারণ, তারা এই রিবেট চেকের সম্প্রসারণ চান, যেখানে জ্যেষ্ঠ নাগরিক, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং যারা গত বছর কাজ করতে পারেনি তাদেরকেও অন্তর্ভুক্ত করতে চান। বুধবার সকালে তিনি আবারও বলেন, তার দল কেবলমাত্র জিএসটি অব্যাহতি বাস্তবায়নেই আইনে সমর্থন দেবে।

অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের একজন মুখপাত্র গ্লোবাল নিউজকে গত সপ্তাহে বলেন, ২০২৩ সালে যাতের নিট আয় দেড় লাখ ডলারের কম ছিল কেবল সেইসব কানাডিয়ানের কাছেই এই রিবেট যাবে।

এই মুখপাত্র বলেন, জ্যেষ্ঠ নাগরিক, ডিজঅ্যাবল কানাডিয়ান এবং মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে আছেন এমন কানাডিয়ানদের এই রিবেট থেকে বাদ দেওয়া হয়েছে বলে যে কথা বলা হচ্ছে তা সত্য নয়।

- Advertisement -

Related Articles

Latest Articles