-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

এসব লোকদের কি করতে হয়?

এসব লোকদের কি করতে হয়?
প্রায় সীমানার বাইরে চলে এসেছি হঠাৎ শুনি পেছন থেকে কে যেন দৌঁড়িয়ে আসছে এবং ডাকছে

জীবনে কখনো কখনো কিছু ঘটনা ঘটে যা থেকে উদ্ধার পেতে লাগে পরিবেশের উপর আস্থা আর আত্মবিশ্বাস। আজ মনে পড়লো ময়মনসিংহ মেডিকেলে পড়াকালীন একটি ঘটনার কথা।

তখন আমি ৩য় বর্ষে পড়ি। তখন মোবাইল ফোনের যুগ নয়। যে টেলিফোন সার্ভিস ছিলো তাতে দূরে ফোনের জন্য চার দিন অপেক্ষা করতে হতো। আব্বা মাসে ২টি চিঠি লিখতেন। ঐ দুটি চিঠিই ছিলো মাসে আমার মনো জগতের খোরাক। হঠাৎ একদিন খেয়াল করলাম আব্বার চিঠি আসছেনা। সপ্তাহ, পক্ষ, মাস পেরিয়ে যাচ্ছে। কিভাবে খবর পাবো, কে দেবে খবর তারা কেমন আছেন বাড়ীতে?

- Advertisement -

একদিন সন্ধায় ছুটলাম ময়মনসিংহ কেন্দ্রিয় পোষ্ট অফিসে উদ্দেশ্য আব্বাকে টেলিগ্রমা করা। মাত্র একটি কি দুটি শব্দের টেলিগ্রাম। পোষ্ট অফিসে দাড়িয়ে লিখলাম এবং তা একজন ব্যক্তি যিনি টেলিগ্রাম সেকশনে কর্তরত তার হাতে দিলাম। তিনি সব কিছু দেখে হিসাব কিতাব করে বল্লেন-১০ টাকা। এটুকু করতে এবং বলতে তিনি অনেক সময় নিলেন কারন তিনি সেখানে আগত আর একজন ব্যক্তির সাথে  খোশ গল্পে মাতোয়ারা ছিলেন। একটু বিরক্ত বোধ করছিলাম এ সময়ে কিন্তু কি বলা যায়?

২০টাকার একটি নোট তার হাতে দিলাম। সে তার টাকা পয়সা রাখার বাক্স খুলে সেখান থেকে ১০ টাকার নোট বের করে হাতে ধরে রেখে সেই আগের মতো গল্পে মেতে আছে। আমি বিরক্ত না করেই অপেক্ষা করতে থাকলাম। হয়তো এখনই দেবে ১০টাকা আমাকে। আমি এবার বললাম -কই টাকা দেন?

সে বললো-১০টাকা দিয়ে আবার টাকা চান কেন? মহা মুশকিল? বললাম-আমি ২০ টাকার নোট দিয়েছি। এবার তিনি অস্বীকার করে বললেন,-আপনি ১০ টাকা দিয়েছেন।বল্লাম-আপনি কথা বলছিলেন সেই সময়ে ২০ টাকার নোট নিয়ে বাক্সে রেখে সেখান থেকে ১০ টাকা উঠিয়েছেন আমাকে দেয়ার জন্য।

হৈচৈ শুরু হয়ে গেল। নিজেই লজ্জা পেলাম। ভাবলাম কে স্বাক্ষী দেবে, বলবে যে আমি ২০ টাকার নোট দিয়েছি তার হাতে। বললাম-ভাই আমি মেডিকেলে পড়ি। এসব করার জন্য বাবা মা এখানে পাঠাননি। একবার ভাবলাম ১০ টাকা নেয়া লাগবেনা তার থেকে এখান থেকে চলে আসি। ভাবলাম সেটাও করা ঠিক নয় কারন তা হলে সে ই ভাববে এতক্ষণ ১০ টাকার জন্য আমি তার সাথে এসব বাহানা করলাম।

তার কথা বার্তা চলছে। পাশে দাঁড়ানো লোকটি অনেকটা তার কথার সাথে সাই দিচ্ছে। বল্লাম-আপনার ক্যাশ গুনে দেখুন তারপর কথা বলুন। এবার সে ১০ টাকা আমাকে দিলো। আমি দ্রুত বেরিয়ে এলাম।

আমি হাঁটছি। প্রায় সীমানার বাইরে চলে এসেছি হঠাৎ শুনি পেছন থেকে কে যেন দৌঁড়িয়ে আসছে এবং ডাকছে। কাছে এসেই বলছে -সে টাকার হিসাব করেই পেয়েছে।

দাঁড়ালাম এবং তাকে বললাম-এসব লোকদের কি করতে হয়?

-এগুলো হলো অবহেলা, অবজ্ঞা। আপনি সার্ভিস কিনবেন আবার সার্ভিস প্রদানকারী চোখ রাঙ্গাবে নিজের ভুলটা অন্যের উপর চাপাবে।

 

ইয়েলোনাইফ, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles