9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কে এই বলিউড অভিনেত্রী?

কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কে এই বলিউড অভিনেত্রী?
রুবি ধাল্লা ছবি সংগৃহীত

কানাডার লিবারেল পার্টির ভারতীয় বংশোদ্ভূত নেত্রী রুবি ধাল্লা সম্প্রতি পার্টির নেতৃত্ব নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। পাঞ্জাব থেকে অভিবাসিত এক পরিবারের সন্তান হিসেবে কানাডায় জন্ম নেওয়া ধাল্লা প্রথমবার ২০০৪ সালে হাউস অব কমন্সে নির্বাচিত হন। ঠিক তার আগেই মুক্তি পায় তার অভিনীত একমাত্র হিন্দি সিনেমা।

রুবি ধাল্লা, যিনি এখন ৫০ বছর বয়সী, দুই দশকেরও বেশি আগে একটি কম বাজেটের হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটির নাম ছিল কিউঁ? কিস লিয়ে?। এটি বলিউড-ধাঁচের একটি হিন্দি সিনেমা, যা হ্যামিল্টনের সিরিয়াল কিলার সুখবিন্দর ধিলনের প্রকৃত হত্যাকাণ্ডের বিচার নিয়ে তৈরি।২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে রুবি ধাল্লা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন। পরের বছর, তিনি ব্র্যাম্পটন-স্প্রিংডেল থেকে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০১১ সাল পর্যন্ত সেই পদে ছিলেন।

- Advertisement -

এই সিনেমার ডিভিডি রিলিজ ঠেকানোর জন্য ধাল্লা অভিযোগ করেন যে সিনেমার প্রচারণার জন্য তার ছবিগুলো বিকৃত করা হয়েছে। তবে প্রযোজক চারঞ্জিত সিহরা তার অভিযোগ অস্বীকার করেন।

২০০৯ সালে সিটিভির একটি প্রতিবেদনে সিহরা বলেন, “তার ছবিগুলো কোনোভাবেই বিকৃত করা হয়নি। তিনি হ্যামিল্টনে এসে সবসময় বলিউড তারকা হতে চাইতেন। আমি তাকে সিনেমায় সুযোগ দিয়েছিলাম।”রুবি ধাল্লা ভারতীয় বংশোদ্ভূত প্রথম নারীদের একজন, যিনি কানাডার পার্লামেন্টে নির্বাচিত হন। ২০০৬ এবং ২০০৮ সালে পুনরায় নির্বাচিত হলেও ২০১১ সালে পরাজিত হন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি মডেল এবং হোটেল ব্যবসায়ী হিসেবেও কাজ করেছেন। ১৯৯৩ সালে মিস ইন্ডিয়া কানাডা প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles