9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

রাজনীতিতে হাতেখড়ি তারেক কন্যা জাইমার!

রাজনীতিতে হাতেখড়ি তারেক কন্যা জাইমার!
ছবিঃ সংরক্ষিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আগামী ৫ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই অনুষ্ঠানে তারেক রহমানের পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে জাইমার অংশগ্রহণ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে বিএনপির তিন শীর্ষ নেতা আমন্ত্রণ পেয়েছেন। তারা হলেন— তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, তারা ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রওনা দেবেন।

- Advertisement -

জাইমা রহমানের অংশগ্রহণ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন তুলেছে, বিশেষ করে আগামী নির্বাচনে তাকে রাজনীতির মাঠে দেখা যাবে কিনা—এ বিষয়ে।

- Advertisement -

Related Articles

Latest Articles