10.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সারজিস আলম

কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সারজিস আলম
সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জানা যায়, সারজিস আলমের স্ত্রী একজন কোরআনের হাফেজা এবং সবসময় পর্দা মেনে চলেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তিনি এক ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।

শুক্রবার (৩১ জানুয়ারি) গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি সারজিস আলমের বিয়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।”

- Advertisement -

ছবিতে বর বেশে থাকা সারজিস আলমকে সাদা শেরওয়ানি ও পাগড়িতে দেখা গেছে। তার সঙ্গে ছিলেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ।

সারজিস আলমের শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের বাসিন্দা। তবে পেশার কারণে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles