0.2 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

লাইভ শোতে নারী ভক্তের ঠোঁটে চুমু খেয়ে বিতর্কে উদিত নারায়ণ

লাইভ শোতে নারী ভক্তের ঠোঁটে চুমু খেয়ে বিতর্কে উদিত নারায়ণ

ছবি সংগৃহীত

প্রবীণ সংগীতশিল্পী উদিত নারায়ণ সম্প্রতি এক লাইভ পারফরম্যান্সে নারী ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা গেছে, উদিত নারায়ণ জনপ্রিয় গান “টিপ টিপ বর্ষা পানি” গাইছিলেন, তখন তার কয়েকজন নারী ভক্ত মঞ্চের কাছে এসে তার সঙ্গে সেলফি তুলতে শুরু করেন।

- Advertisement -

ভিডিওতে দেখা যায়, এক নারী ভক্ত উদিত নারায়ণের গালে হঠাৎ করে চুমু খান। এরপর গায়কও সেই নারী ভক্তের ঠোঁটে চুমু দেন।

এরপর আরও এক নারী ভক্ত তাকে আলিঙ্গন ও চুমু খাওয়ার চেষ্টা করলে উদিত নারায়ণ তার গালে চুমু খান। তবে বিতর্ক তখনই বাড়তে থাকে, যখন আরও এক নারী ভক্তের সঙ্গে তিনি ঠোঁটে চুমুর মুহূর্ত শেয়ার করেন।

সেই সময় উপস্থিত দর্শকরা উল্লাস করলেও, সামাজিক মাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles