7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কে এই মাস্টারমাইন্ড, তাকে ধরিয়ে দিন : সোহেল তাজ

কে এই মাস্টারমাইন্ড, তাকে ধরিয়ে দিন : সোহেল তাজ
সংগৃহীত ছবি

একপ্রকার সতর্কবার্তামূলক ফেসবুক পোস্ট শেয়ার করেছেন বাংলাদেশের রাজনীতিবিদ সোহেল তাজ। তার শেয়ার করা পোস্টের শুরুতেই লেখা ‘কে এই মাস্টারমাইন্ড? তাকে ধরিয়ে দিন’।

প্রথমেই তিনি লিখেছেন, নষ্টামি, ভণ্ডামি, নোংরামি ও কূটকৌশল অবলম্বনকারী, সকল ন্যক্কারজনক শয়তানি ও কুকর্মের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী – এই মাস্টারমাইন্ড।

- Advertisement -

আরো কিছু বিষয় উল্লেখ করে তিনি লিখেছেন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার মূল হোতা – এই মাস্টারমাইন্ড।

ন্যায়বিচার ও আইনের শাসন বিলুপ্তকারী- এই মাস্টারমাইন্ড। গণতন্ত্র, নির্বাচনী পদ্ধতি ও মানুষের ভোটাধিকার ধ্বংসকারী- এই মাস্টারমাইন্ড।

দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশড নব্য কাউয়া বডি লীগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।

সর্বশেষ তার পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শবিচ্যুত লুটেরা খুনি, হত্যা, গুম ও নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার।

- Advertisement -

Related Articles

Latest Articles