-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

কারাগারে থাকার জায়গা পেতে অপরাধে জড়ান ছেলে পরিত্যক্তা নারী

কারাগারে থাকার জায়গা পেতে অপরাধে জড়ান ছেলে পরিত্যক্তা নারী
প্রতীকী ছবি এএফপি

সম্প্রতি জাপানে একটি ঘটনায় দেশটির বয়স্ক জনগণের সংকটের চিত্র উঠে এসেছে। এক বৃদ্ধা নারী ইচ্ছাকৃতভাবে অপরাধ করে কারাগারে জায়গা পেতে চেয়েছিলেন, যেখানে তিনি বিনা মূল্যে বাস করতে পারবেন। কারণ তার পরিবারের সদস্যরা তাকে পরিত্যাগ করেছে।

৮১ বছর বয়সী ওই নারীকে সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে আকিয়ো হিসেবে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

তিনি প্রথমবার খাবার চুরি করেছিলেন যখন তার বয়স ৬০-এর কোঠায় ছিল। পরে পেনশনের অর্থ দিয়ে জীবনধারণ কঠিন হয়ে পড়লে তিনি আবার একই কাজ করেন। তিনি দুইবার জেল খেটেছেন।
আকিয়োকে টোকিওর উত্তরাঞ্চলে অবস্থিত তোচিগি নারী কারাগারে রাখা হয়েছিল, যা জাপানের সবচেয়ে বড় নারী কারাগার।

সেখানে প্রায় ৫০০ বন্দি রয়েছে, যাদের অধিকাংশই বৃদ্ধ।

আকিয়ো বলেছেন, ‘আমি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দোকান থেকে চুরি করেছি। ভেবেছিলাম এটি একটি সামান্য বিষয় হবে। যদি আমি আর্থিকভাবে স্থিতিশীল ও আরামদায়ক জীবন যাপন করতাম, তবে আমি এটি অবশ্যই করতাম না।

তিনি আরো বলেন, ‘এখানে অনেক ভালো মানুষ আছে। সম্ভবত এই জীবনটাই আমার জন্য সবচেয়ে স্থিতিশীল।’

কারাবাসের আগে আকিয়ো তার ৪৩ বছর বয়সী ছেলের সঙ্গে থাকতেন, যিনি তাকে থাকতে দিতে চাচ্ছিলেন না এবং তাকে প্রায়ই বাড়ি ছাড়তে বলতেন। ২০২৪ সালের অক্টোবর মাসে মুক্তি পাওয়ার পর তিনি লজ্জা ও ছেলের সিদ্ধান্ত নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি, সে আমাকে কিভাবে দেখবে।

একা থাকা খুবই কঠিন, আর আমি লজ্জিত যে আমি এই পরিস্থিতিতে পড়েছি। আমি সত্যিই অনুভব করি, যদি আমার ইচ্ছাশক্তি আরো শক্তিশালী হতো, তবে আমি হয়তো আলাদা জীবন যাপন করতে পারতাম। কিন্তু এখন আমি এতটা বয়স্ক যে কিছু করতে পারি না।’
তোচিগি নারী কারাগারের এক কর্মকর্তা তাকায়োশি শিরানাগা বলেন, বৃদ্ধ বন্দিদের জন্য কারাগারে থাকা বাইরে একাকী মৃত্যুর চেয়ে ভালো। অনেকেই কারাগারে থাকার জন্য মাসিক ২০ থেকে ৩০ হাজার ইয়েন দিতে রাজি।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জাপানে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৩৬.২৫ মিলিয়নে পৌঁছেছে, যা বিশ্বের অন্যতম দ্রুতবর্ধমান বৃদ্ধ জনগণের সমাজ হিসেবে পরিচিত। বর্তমানে জাপানের মোট জনসংখ্যার ২৯.৩ শতাংশ বৃদ্ধ, যা একটি নতুন রেকর্ড।

- Advertisement -

Related Articles

Latest Articles