-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

স্ত্রী রিতিকা দেখবে, তাই জবাবই দিলেন না ‘ভুলোমনা’ রোহিত

স্ত্রী রিতিকা দেখবে, তাই জবাবই দিলেন না ‘ভুলোমনা’ রোহিত
রোহিত আর রিতিকা

ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার ভুলে যাওয়া রোগের কথা সবার জানা। খেলতে যাওয়ার সময় মানিব্যাগ, মোবাইল ফোন থেকে শুরু করে পাসপোর্ট নিতেও নাকি তিনি ভুলে যান। টস করার আগে ভুলে যান কয়েন নিতে। এই নিয়ে সতীর্থরা তাকে বেশ খ্যাপান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের এই ভুলোমনা স্বভাব নিয়ে মুখ খুললেন রোহিত।

গতকাল শনিবার বিসিসিআইয়ের একটি অনুষ্ঠানে রোহিতকে তার ভুলো মন নিয়ে প্রশ্ন করেন ভারতের আরেক ক্রিকেটার স্মৃতি মন্ধানা। জবাবে রোহিত বলেন, ‘আমি জানি না। আমার ভুলোমন নিয়ে ওরা মজা করে। ওরা বলে, আমি নাকি মানিব্যাগ, পাসপোর্ট সবকিছু নিতে ভুলে যাই। এটা কিন্তু সত্যি নয়। অনেক বছর আগে এমনটা হয়েছিল, সেটাই এখনো ওরা বলে।’

- Advertisement -

রোহিতের এই জবাব শুনে দর্শকাসনে বসে থাকা শুবমান গিল, রিশাভ পান্তদের মুখে দেখা যায় চওড়া হাসি। এরপর মান্ধানা প্রশ্ন করেন, এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা ভুলে গেছেন রোহিত? জবাবে সাবধানী হয়ে ভারত অধিনায়ক বলেন, ‘এটা তো বলতে পারব না। কারণ, এই অনুষ্ঠানের সম্প্রচার হবে। আমার স্ত্রী কিন্তু দেখবে। তাই ওটা আমার মনেই থাক।’

গত কয়েকবছরে বিশ্বজুড়েই নারী ক্রিকেট অনেক এগিয়েছে। স্পনসররাও এগিয়ে আসছেন। সব মিলিয়ে নারী ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। রোহিতের মেয়ে সামাইরাও কি বড় হয়ে বাবার মতো ক্রিকেটার হতে চায়? এই প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘আমরা তো বাড়িতে ক্রিকেট খেলি। তবে পুরোটাই মজার জন্য। সে স্কুল থেকে ফেরার পরে আমরা খেলি। সামাইরা ব্যাট করতে ভালবাসে। আমাকে শুধু বোলিং করতে হয়।’

- Advertisement -

Related Articles

Latest Articles