সকাল নাগাদ ঢাকায় পা রাখলেন, এরপর দুপুরেই মাঠে নেমে গেলেন। এমন নজির বিপিএলে কম নয়। এই তো বিপিএলের প্লে-অফের প্রথমদিনেই কাল রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের পাঁচ ক্রিকেটার দুবাইয়ে আগের রাতে খেলে কাল দুপুরে মিরপুরে মাঠে নেমে পড়েন।
খুলনার শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডার আগের রাতে এসেছিলেন। রংপুরের আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্স সোমবার সকাল ১০টায় ঢাকায় পা রাখেন। দুপুরে মাঠে নেমে রংপুরের জন্য কিছুই করতে পারেননি তারা। ২৪ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলে ফিরে যেতে হচ্ছে তাদের।
রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, এভাবে বিদেশিদের উড়িয়ে এনে মাঠে নামানো ক্রিকেটের জন্য আদর্শ নয়। খুলনার বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদেরও একই ধারণা।
বিপিএলে এই চিত্র এটি চোখে সওয়া। লিগপর্ব পেরোতে পারলে প্লে-অফের লড়াইয়ে নামার আগে তড়িঘড়ি করে বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে আসে দলগুলো। আগের রাতে আইএল টি ২০তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রাসেল। ডেভিড ও ভিন্স শনিবার রাতে খেলেন গালফ জায়ান্টসের হয়ে। তাদের দল ছিটকে যাওয়ায় বিপিএলে খেলতে আসেন তারা।
আশরাফুল বলেন, ‘ইংল্যান্ডে বিদেশিরা লিগ পর্বে ম্যাচ খেললে তারপর নকআউট পর্বে খেলার অনুমতি পায়। বিপিএলে এমন কোনো নিয়ম নেই। খেলার দিন সকালে নিয়ে এলেও খেলতে পারে। এটা আদর্শ নয়।’ তিনি বলেন, ‘ম্যানেজমেন্ট চেষ্টা করেছে বড় নামগুলো আনার। দলের সঙ্গে যদি অন্তত ২-৩ দিন না থাকে, তাহলে তো দলের সদস্যদের চেনাও কঠিন।’
খুলনার নাসুম বলেন, ‘টিম কম্বিনেশনের জন্য দল যাকেই ভালো মনে করবে তাকে খেলাবে। আদর্শ কি না সেটা আমার বলা ঠিক না। তবে এসব টুর্নামেন্টে খেলতে হবে স্থানীয় ক্রিকেটারদের। বিদেশিরা আমাদের সাপোর্ট দেবে। এই ম্যাচে বিদেশিদের লাগেনি। পরের ম্যাচে হয়তো তাদের প্রয়োজন হবে।’
আবুধাবির অ্যাসাইনমেন্ট শেষ হওয়ায় আবার ফরচুন বরিশালে যোগ দেন কাইল মেয়ার্স। সোমবার সন্ধ্যায় তিনি খেলতে নামেন বরিশালের হয়ে।