এক. নতুন বছরে আমরা অনেকেই অনেক কিছুই আশা করছি বা কামনা করছি এবং সৃষ্টিকর্তার কাছে চাচ্ছি, কিন্তু কোনো কিছু শুধুমাত্র চাইলেই কি উনি দিয়ে দিবেন। তার জন্য যথাযত কাজ বা চেষ্টার কি দরকার নেই ??
ইহো জগতে একদিন অফিসে না গেলে বা কাজে না গেলে মালিক কি এমনে এমনে টাকা দিবেন, অথবা আপনি চাকরি না করে নিজের বেবসা করলেও বেবসার পিছনে সময় খরচ বা চেষ্টা না করলে টাকা কি এমন এমনিতেই আসবে।
তাহলে, আল্লাহতালা বা সৃষ্টিকর্তার কাছে শুধুমাত্র চাইলেই কি করে পাওয়া যাবে ???
তবে ইহ জগতের মালিকের সাথে সৃষ্টিকর্তার পার্থক্য এই যে, সৃষ্টিকর্তার ভান্ডার সীমাহীন বা অপরিসীম যা কখনো ফুরায় না, কিন্তু আমরা তার অতি ক্ষুদ্র একটি অংশ মাত্র নিতে পারি , কারণ সেগুলি পাওয়ার জন্য যা করার তা আমরা ঠিকমত করি না, বরং প্যাচাল পাড়ি বেশি বেশি।
দুই. মাসে ২৬ দিন FB সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে মাত্র ৪ দিন চেক করে জীবন খারাপ কাটছে না, বরং নিজেকে বেশ Accomplished মনে হচ্ছে।
আমার যেহেতু SM নির্ভর বা অন্য কোনো ব্যবসা নেই সে জন্য FB বা SM থেকে দূরে থাকলে জীবনে খুব একটা বেশি কিছু এসে যায় না । আগে যখন এগুলি থেকে বের হতে পারতাম না তখন নিজেকে যেই মানুষগুলি তার ঘন ঘন সিগারেটে, মদ, হেরোইন, গাজা সেবন ইত্যাদি থেকে বের হতে পারতেন না তাদের মতোই মনে হতো, এখন আর সেটা মনে হয় না কারণ এখন ওগুলি আমাকে নয়, আমিই ওগুলিকে কোন্ট্রোল করি। Thank Allah sbt !
আপনার যদি FB বা সোশ্যাল মিডিয়া নির্ভর কোনো ব্যবসা বা আপনার রুটিরুজির ব্যবস্থা ওখান থেকে না হয়ে থাকে তাহলে ওগুলিতে নিজের নিয়ন্ত্রণ নিয়ে ওগুলির ব্যবহার বা ওগুলিতে সময় নষ্ট করা কমিয়ে দিয়ে দেখুন নিশ্চিত আপনার খুব ভালো ফিল হবে, তবে প্রথম প্রথম মন হয়তো কিছুটা উসখুস উসখুস করবে কিন্তু যখন নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলবেন তখন খুবই ভালো লাগবে। বরং ওই সময় নিজেকে এবং নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করুন অনেক ভালো লাগবে !
তিন. কানাডার PM Justin Trudeau পদত্যাগ করেছেন। তার দল আগামী মার্চে তাদের দলনেতা নির্বাচন করবেন। আগামী অক্টোবরে ফেডারেল নির্বাচন হবে। এদিকে আবার আমাদের অন্টারিও প্রদেশের প্রিমিয়ারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বর্তমান শুধু কানাডা বা বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে একটা Crucial সময় যাচ্ছে তাই আপনি যখন ভোট দিবেন তখন sta·tus quo বজায় না রেখে ভালো করে ভেবে চিন্তে প্রতিটি দলের অতীত কর্মকান্ড এবং ভবিৎষত পরিকল্পনা বিশ্লেষণ করে তার পর ভোট দিন।
চোখ, কান বা অন্তর বন্ধ করে কোনো দলকে বা তার নেতাকে সাপোর্ট করবেন না।
কোনো দলই হয়তো আপনার কাঙ্খিত চাওয়ার বা আশার প্রতিফলন ঘটাতে পারবে না অথবা অতীতে ঘটায়নি, তবে কার percentage বা শতকরা হার কত এবং সেটা আপনার বা আপনার পরিবারের এবং দেশের উপর কতটা প্রভাব ফেলবে সেইটা বিবেচনা করবেন।
সাম্প্রতিক সময় বলতে গেলে পুরা পৃথিবী জুড়ে খারাপ সময় যাচ্ছে।
সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।
টরন্টো, কানাডা