-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

মন্দার ঝুঁকি দেখছেন না সিএন রেল সিইও

মন্দার ঝুঁকি দেখছেন না সিএন রেল সিইও
প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ট্র্যাসি রবিনসন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার শুল্ক আরোপের হুমকি কার্যকরও করেন তাহলেও নতুন বছর হবে আগের বছরের চেয়ে উজ্জ্বল

২০২৪ সালে কানাডিয়ান ন্যাশনাল (সিএন) রেলওয়ে কোম্পানির মুনাফা হ্রাস পেয়েছে ২১ শতাংশ। এ অবস্থায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ট্র্যাসি রবিনসন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার শুল্ক আরোপের হুমকি কার্যকরও করেন তাহলেও নতুন বছর হবে আগের বছরের চেয়ে উজ্জ্বল।

বৃহস্পতিবার তিনি বলেন, এর প্রভাব কিছুটা থাকলেও তা কানাডায় মন্দা অথবা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ডেকে আনার মতো লক্ষণীয় এবং দীর্ঘ হবে না। আমরা ভালো পরিমাণে অর্থনৈতিক উন্নতি আশা করছি।

- Advertisement -

এই পূর্বাভাস আশাবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ব্যাংক অব কানাডা বুধবার এই প্রাক্কলন করেছে যে, সব কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করলে তা মন্দা ডেকে আনতে পারে। সেই সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রথম বছরের মধ্যেই মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।

সিএনের জন্যও সেটা খারাপই হবে। কানাডার সর্ববৃহৎ রেলওয়েটির ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকের মুনাফা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রায় অর্ধেক হ্রাস পেয়েছে। সব শাখায় পণ্য পরিবহন হ্রাস পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
রবিনসন বলেন, ২০২৪ ছিল খুবই বাজে একটি বছর। বছরটি পেছনে ফেলে আসতে পেরে আমরা খুশি। শেষ পর্যন্ত আমরা প্রবৃদ্ধি করতে পারিনি। সেটা নিয়ে আমরা খুশি না।

সিএনের বার্ষিক রাজস্বের সবচেয়ে বড় খাত কনটেইনার পরিবহন। বিঘ্নের কারণে সর্বশেষ প্রান্তিকে সিএনের কনটেইনার পরিবহন কমেছে ৮ শতাংশ। একই সঙ্গে ভোক্তাদের চাহিদাও কম ছিল। তবে পেট্রোলিয়াম ও কেমিক্যাল পরিবহন বেড়েছে যথাক্রমে ৪ ও ১ শতাংশ।

৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রান্তিকে সিএনের নিট আয় ৪৬ শতাংশ কমে ১১৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। এক বছর আগে কোম্পানির নিট আয় ছিল ২১৩ কোটি ডলার। চতুর্থ প্রান্তিকে রাজস্ব ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩৬ কোটি ডলার। আগের বছর মন্ট্রিয়লভিত্তিক কোম্পানিটির রাজস্ব হয়েছিল ৪৪৭ কোটি ডলার।

- Advertisement -

Related Articles

Latest Articles