6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

৩ দিন ধরে পচেছিল দেহ, লাশ নিতে আসেননি কেউ! কী ঘটেছিল পারভীন ববির?

৩ দিন ধরে পচেছিল দেহ, লাশ নিতে আসেননি কেউ! কী ঘটেছিল পারভীন ববির?

ছবিঃ সংগৃহীত

মুম্বইয়ের জুহুর সাততলার ফ্ল্যাটে এক মর্মান্তিক ঘটনা ঘটে। ২০ জানুয়ারি, ২০০৫-এ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পারভীন বাবি মারা যান, কিন্তু তাঁর মৃতদেহ তিন দিন পর, ২৩ জানুয়ারি পাওয়া যায়। মৃত্যুর পর ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার কারণে তাঁর দেহ পচে গিয়েছিল। প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেতে শুরু করলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং বিছানায় মৃত অবস্থায় পারভীনকে দেখতে পায়। তাঁর পাশেই একটি হুইলচেয়ার রাখা ছিল।

পারভীন বাবি একসময় বলিউডের শীর্ষ অভিনেত্রী ছিলেন। অমিতাভ বচ্চন, শশী কাপুর, বিনোদ খান্না সহ তাঁর সময়ের সেরা অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন। “জওয়ানি জানেমন”, “হাসিন দিলরুবা”, “জানু মেরি জান” এবং “রাত বাকি বাত বাকির” মতো চিরকালীন গানে পারভীনের উপস্থিতি ছিল অসাধারণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি পর্দা এবং পার্টি থেকে দূরে সরে গিয়ে একাকী জীবন যাপন শুরু করেন।

- Advertisement -

বয়স বাড়ার সাথে সাথে বলিউডে তাঁর উপস্থিতি কমে যায় এবং জীবনের শেষ কয়েক বছরে তিনি একদম নিঃসঙ্গ হয়ে পড়েন। তাঁর মৃত্যুতে কোনো আত্মীয় বা বন্ধু উপস্থিত ছিলেন না, এবং কোনো ধরনের সংবাদ বা ঘোষণাও ছিল না।

পারভীন বাবির এই অবস্থা, এক সময়ের সুপারস্টারের জীবনের অন্ধকার দিকটি তুলে ধরে, যেখানে সাফল্য ও জনপ্রিয়তার শীর্ষে থেকেও একজন মানুষ একাকীত্বের শিকার হতে পারেন।

- Advertisement -

Related Articles

Latest Articles