9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

শীঘ্রই নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ!

শীঘ্রই নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ!
ছবি সংগৃহীত

সরকার শীঘ্রই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমশ ঐক্যমত্য তৈরি হচ্ছে, যা ইতিবাচক। এর ফলে সরকারের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।”

- Advertisement -

বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সাধুবাদ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, বিচারিক ব্যবস্থার পাশাপাশি চারটি আইন রয়েছে, যার আওতায় সরকার নির্বাহী আদেশের মাধ্যমে যেকোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে আইনি কাঠামো কী হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles