5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কে এই ‘সাইকো আরবাব’?

কে এই ‘সাইকো আরবাব’?
সাইকো আরবাব

পাকিস্তানি টিকটক তারকা ‘সাইকো আরবাব’। যার আসল নাম ছিল সিমা গুল। সম্প্রতি তাকে দেশটির খাইবার পাখতুনখোয়ার প্রদেশের রাজধানী পেশাওয়ারে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

কর্তৃপক্ষ তার মৃত্যুর তদন্ত শুরু করছে। তবে সিমা গুলের দুঃখজনক মৃত্যুতে সোশ্যাল মিডিয়াজুড়ে শোকের ছায়া পড়েছে, ছড়িয়েছে চাঞ্চল্যও।

- Advertisement -

খাইবার পাখতুনখোয়া পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু চলেছে এবং কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জানা গেছে, সিমা গুলকে পেশোয়ার মহানগরের ওয়ারসাক রোড এলাকাস্থ নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ধারণা অনুযায়ী, ঘটনাটি কোনো বিষাক্ত পদার্থের অতিরিক্ত ব্যবহারের ফল হতে পারে।

সিমা গুলের ভাই মুহাম্মদ ইয়াসিন পুলিশের কাছে জানিয়েছেন, তার বোনের স্বাস্থ্য হঠাৎ করেই অবনতি ঘটে। তিনি বলেন, সিমা গুল তার ওয়ারসাক রোডের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লেডি রিডিং হাসপাতালে (LRH) নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।

২২ বছর বয়সি এই তরুণী ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিলেন এবং টিকটক ও ইনস্টাগ্রামে তার বিশাল সংখ্যক ফ্যান-ফলোয়ার রয়েছে। যার ফলে অনেকেই তার রহস্যজনক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা তার বাড়ি থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছেন এবং মামলার তদন্ত চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হঠাৎ করেই সিমা গুলের শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় তিনি তার ওয়ারসাক রোডের বাসাতেই ছিলেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ‘সাইকো আরবাব’ খ্যাত এই তারকার ব্যক্তিগত জীবনের সংগ্রামের বিষয়ে আলোচনার তথ্য পাওয়া গেছে।

পোস্টটিতে দাবি করা হয়েছে, সোশ্যাল মিডিয়া সেনসেশন ‘সাইকো আরবাব’ ব্যক্তিগত জীবনে বিষণ্নতা এবং উদ্বেগের সঙ্গে লড়াই করছিলেন। এতে আরও বলা হয়, তিনি দুঃখজনকভাবে ২০টি স্লিপিং পিলের অতিরিক্ত মাত্রা নিয়ে আত্মহত্যা করেছেন, যার ফলে তার অকাল মৃত্যু ঘটেছে।

তবে যাই হোক না কেন, তার মৃত্যুর বিষয়টি এখনো তদন্তাধীন এবং কর্তৃপক্ষ তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও তথ্য উদঘাটন করার চেষ্টা করছে।

- Advertisement -

Related Articles

Latest Articles