
বিরাট কোহলির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি বিমানবন্দরে ঢুকেই এক নারীর সঙ্গে দেখা করতে এগিয়ে গেলেন এবং মধ্য বয়সী এক নারীকে জড়িয়ে ধরলেন।
অনেকেই প্রশ্ন করছেন ওই নারী আসলে কে? তবে তারা যে একে অপরকে আগে থেকেই চেনেন, তা বোঝা যাচ্ছিল। কারণ বিরাট কোহলি এবং সেই নারী নিজেদের মধ্যে কথা বলছিলেন।
ভারতীয় ক্রিকেট দল বর্তমানে আহমেদাবাদে রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে। ইতোমধ্যে টানা দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই যাওয়ার আগে সিরিজের শেষ ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে থাকতে চায় টিম ইন্ডিয়া।
গত বছরের আগস্ট থেকে ফর্মে নেই কোহলি। সবশেষ ৪ ওয়ানডেতে বড় স্কোর গড়তে পারেননি ভারতীয় এই তারকা। আগামীকাল তৃতীয় ওয়ানডেতে রানে ফেরার মধ্য দিয়ে রেকর্ডও গড়তে পারেন কোহলি। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান স্পর্শ করার পথে বিরাট।
ওয়ানডে ক্রিকেটে ২৮৪ ইনিংসে ইতোমধ্যে ৫০টি সেঞ্চুরি আর ৭২টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ৯১১ রান করেছেন বিরাট কোহলি। আর মাত্র ৮৯ রান করলেই শচীন টেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকারার মতো ১৪ হাজারি ক্লাবে পৌঁছে যাবেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ১৮,৪২৬ রান করে শীর্ষে আছেন শচীন। ১৪,২৩৪ রান করে দ্বিতীয় পজিশনে কুমার সাঙ্গাকারা। আর মাত্র ৩২৪ রান করলেই সাঙ্গাকারাকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহাক হয়ে যাবেন কোহলি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এই নজির গড়তে পারেন কোহলি।