2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

যুবকের কোলে বসে গাড়ি চালিয়ে স্কুটারে ধাক্কা, অতঃপর…

যুবকের কোলে বসে গাড়ি চালিয়ে স্কুটারে ধাক্কা, অতঃপর… - the Bengali Times
সংগৃহীত ছবি

মদ্যপ অবস্থায় যুবকের কোলে বসে গাড়ি চালাচ্ছিলেন এক রুশ তরুণী। ওই অবস্থায় একটি স্কুটারকে ধাক্কা দেয় গাড়িটি। স্কুটারের আরোহী তিন যুবক গুরুতর আহত হন। ধাক্কা মেরেই ক্ষান্ত হননি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে রাস্তায় দাঁড়িয়ে হট্টগোল শুরু করে দেন রুশ তরুণী। কালো পোশাক পরা তরুণীকে সামলাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে।

- Advertisement -

এ ঘটনায় এলাকায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এক্সের (সাবেক টুইটার) ওই ভিডিওতে তরুণীকে কাঁদতে এবং চিৎকার করতে দেখা যায়।
ভারতীয় সংবাদমাধমের খবর, ঘটনাটি গত বুধবার রাতের। দেশটির ছত্তিশগড়ের রায়পুরের ঘটনা এটি। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে, এক রুশ তরুণী এক যুবকের কোলে বসে গাড়িটি চালাচ্ছিলেন।

দুর্ঘটনার কিছুক্ষণ আগে মদ্যপ ওই রুশ তরুণী চালকের কোলে বসে ছিলেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাতের দিকে বার থেকে মদ্যপান করে যুবক ও তরুণী গাড়িতে ফিরছিলেন।

তরুণী কোলে বসে থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল না যুবকের। সে কারণেই প্রচণ্ড গতিতে এসে স্কুটারটিতে ধাক্কা দেয় গাড়িটি। ঘটনাটির পর এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

রুশ তরুণী স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হট্টগোল শুরু করে দেন এবং পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছেন ওই রুশ তরুণী। তাকে ও চালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে ‘ভারত সরকার’ কথাটি লেখা ছিল। সংবাদমাধ্যমের দাবি, গাড়ির মালিক সরকারি আইনজীবী।

- Advertisement -

Related Articles

Latest Articles