-0.7 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

টাকার জন্য সানির নগ্ন ছবি বিক্রি করতেন তার ভাই!

টাকার জন্য সানির নগ্ন ছবি বিক্রি করতেন তার ভাই!
সানি লিওনের সঙ্গে ভাই সন্দীপ বোহরা

নীল ছবির জগতের তুুমল জনপ্রিয় এক নাম সানি লিওন। একসময় পর্নো ইন্ড্রাস্ট্রির নিয়মিত এ অভিনেত্রী বর্তমানে থিতু হয়েছেন বলিউডে। তবে হাজার চেষ্টা করেও কপাল থেকে নীল ছবির নায়িকা তকমাটা একেবারে মুছে ফেলতে পারছেন না। এখনও তাকে সিনেমায় নেওয়ার সময় পরিচালক থেকে প্রযোজকদের মাথায় ঘোরে সেই পর্ন ছবিই।

কিন্তু সানি লিওন এমনটা চাননি। প্রথম থেকেই বলেছিলেন তিনি অভিনেত্রী হতে চান, তার অতীতকে একেবারে মুছে ফেলে। কিন্তু দেখুন, যখনই সানি লিওনের কথা আসে, তখনই প্লেবয় ম্যাগাজিন, পর্ন ছবির কথা আসবেই।

- Advertisement -

আসলে সানি লিওনই হলেন একমাত্র নারী, যিনি ভারতীয় হয়ে প্রথম প্লেবয় ম্যাগাজিনের কভারে সুযোগ পেয়েছিলেন।

যৌনতার দুনিয়ায় হইচই ফেলে দিলেও, এর কারণে সানির জীবন হয়ে গিয়েছিল কঠিন। এমনকী, মা-বাবার কাছে বড্ড ছোট হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। বেরিয়ে যেতে হয়েছিল বাবার বাড়ি থেকে। কিন্তু জানেন কি? সানির মা-বাবা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও, এই নগ্নতাকে বিক্রি করে সানির ভাই পকেটে পুরেছিলেন প্রচুর টাকা!

হ্য়াঁ, সানিকে নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্রে সানি এমনটাই জানিয়ে ছিলেন।

সেখানেই দেখানো হয়েছিল, সানির কাছ থেকে অটোগ্রাফ নিয়ে তার ভাই বন্ধুদের কাছে মোটা টাকায় বিক্রি করতেন ছবি। আর এভাবেই সানির ছবি বিক্রি করে পকেট মানি তুলতেন অভিনেত্রীর ভাই।

রণজিৎ কৌর ওরফে সানি লিওনির ভাই সন্দীপ বোহরা নিজমুখেই অতীতের কথা বলেছিলেন তথ্যচিত্রে। তিনি জানান, টাকা রোজগারের জন্য দিদির নগ্ন ছবি পোস্টার হিসেবে ছাপিয়ে কলেজে বিক্রি করতেন তিনি। যদিও সানি নিজেই অনুমতি দিয়েছিলেন ভাইকে।

তাই সেই সব পোস্টারে থাকত সানির সইও। সন্দীপ বলেছিলেন, তিনি তাঁর ঘরে সানির স্বাক্ষরিত নগ্ন পোস্টার লাগিয়ে রাখতেন যাতে কলেজের বন্ধুরা দেখতে পারে এবং তারপরে তার কাছ থেকে কিনতে পারে।
সানির ভাই বলেন, ‘তাই আমি ঘুরে ঘুরে বিক্রি করতে শুরু করি। আমার বন্ধুরা পাগলের মতো কিনত। ইচ্ছাকৃতভাবে ঘরের দেওয়ালে ফ্রেম করে রাখতাম। ওরা চাইলে বলতাম, ২০ ডলার দিতে। পরের দিন, আরেকটি ফ্রেম এবং দেওয়ালে আরেকটি ছবি।’

পর্ন ইন্ডাস্ট্রিতে পা রেখেই নিজের নাম বদলে সানি রাখেন করণজিৎ৷ আসলে সানির ভাইয়ের নাম সন্দীপ, পরিবারের সকলের কাছেই সানি নামে পরিচিত সে৷ সেই নাম ধার করে সারা বিশ্বে পরিচিতি পান নীল ছবির রানি সানি লিওন।

- Advertisement -

Related Articles

Latest Articles