-0.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

যুক্তরাষ্ট্রের শুল্ক গাড়ির দাম বাড়াবে

যুক্তরাষ্ট্রের শুল্ক গাড়ির দাম বাড়াবে
নতুন বছরে যারা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের পকেটের জন্য দুঃসংবাদ হয়ে উঠবে বাণিজ্য যুদ্ধ

নতুন বছরে যারা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের পকেটের জন্য দুঃসংবাদ হয়ে উঠবে বাণিজ্য যুদ্ধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি আরোপিত হলে নতুন ও ব্যবহৃত গাড়ির দাম বেড়ে যাবে।

ধরে নেওয়া যায় যে, এই বৃদ্ধির সবটাই যাবে ভোক্তাদের ওপর, যা নতুন গাড়ির দাম বাড়িয়ে দেবে। পরিমাণটা নির্ভর করবে নির্মাণ ও মডেল এবং গাড়ির কত শতাংশ যন্ত্রাংশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে যাচ্ছে-আসছে তার ওপর। কিছু গাড়ির প্রভাব হবে বেশি। কিছু গাড়ির প্রভাব হবে কম। তবে এটা বিষয় নিশ্চিত এবং তা হচ্ছে দাম বাড়বে।

- Advertisement -

ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে প্রভাব হবে মহমারির মতো। ওই সময় মাইক্রোচিপের ঘাটতির পাশাপাশি সরবরাহ শৃঙ্খল বিলম্বিত হয়েছিল।

ওই সময় অনেক কম গাড়ি উৎপাদন ও বিক্রি হয়েছিল। সুতরাং, আমাদের হিসাব অনুযায়ী ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে ১৫ লাখ গাড়ি কম বিক্রি হয়েছিল। সুতরাং, গাড়ির বড় চাহিদা তৈরি হয়েছিল। কারণ, আমরা ভ্রমণ করতে পারিনি। আমরা গণপরিবহন ব্যবহার করতে চাইনি। এসব কারণে ওই সময় ব্যবহৃত গাড়ির ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল। এবং আমাদের প্রাইস ইনডেক্সের ভিত্তিতে ব্যবহৃত গাড়ির চাহিদা ২১ দশমিক ৭ শতাংশ বেড়ে গিয়েছিল। নতুন গাড়ির দাম বৃদ্ধির কারণে একই অবস্থা যদি এবারও তৈরি সৃষ্টি হয় তাহলে ব্যবহৃত গাড়ির চাহিদা বৃদ্ধির প্রত্যাশা আমরা করতেই পারি।

শুল্ক যদি আরোপিত হইই তাহলে কানাডিয়ান ডলার দুর্বল হবে, যার ফলে অধিক সংখ্যক কানাডিয়ান গাড়ি সীমান্তের দক্ষিণে যাবে।

আগের বছর মন্ট্রিয়লভিত্তিক কোম্পানিটির রাজস্ব হয়েছিল ৪৪৭ কোটি ডলার।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles