
লিবারেল নেতৃত্বের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার কথা জানিয়েছেন নোভা স্কশিয়ার লিবারেল এমপি জাইম বাতিস্তে। পাশাপাশি তিনি ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর মার্ক কারনির প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। সিডনি-ভিক্টোরিয়ার এই এমপি তার ক্যাম্পেইনের মাধ্যমে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।
লিবারেল পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় বাতিস্তে ছিলেন একমাত্র আদিবাসী প্রার্থী এবং প্রতিযোগিতায় ফার্স্ট নেশনের সমস্যাগুলো সামনে এনেছিলেন।
তিনি বলেন, সম্প্রীতি, পরিবেশ ও ক্রয়ক্ষমতার মতো যে সমস্যাগুলোকে তিনি প্রাধান্য দেন কারনিকে সমর্থন দেওয়ার মাধ্যমে তা এগিয়ে নিতে চান।
বাতিস্তের ছিটকে পড়ার পর লিবারেল নেতৃত্বের প্রতিযোগিতায় এখন টিকে থাকলেন পাঁচজন। তাদের মধ্যে রয়েছেন লিবারেল এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও কারিনা গোল্ড এবং সাবেক এমপি ফ্রাঙ্ক বেইলিস ও রুবি ঢাল্লা।
লিবারেল পার্টি অব কানাডা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন লিবারেল নেতৃত্বের প্রতিযোগিতায় প্রায় ৪ লাখ লিবারেল ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। তবে দল আবেদনগুলোর পর্যালোচনা অব্যাহত রাখায় এই সংখ্যাকে প্রারম্ভিক বলা যায়। পাশাপাশি যারা ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন তাদের স্ট্যাটাস চ্যালেঞ্জ করতে সক্ষম হবে নেতৃত্বের ক্যাম্পেইন।
বেইলিস বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ট্রিয়লে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ক্যাম্পেইন শুরু করেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, তার সমৃদ্ধির এজেন্ডা ছিল। তার অগ্রাধিকার ছিল কানাডিয়ান কোম্পানি ও বিশ^বিদ্যালয়গুলোতে বিনিয়োগের মাধ্যমে জীবনযাত্রার ব্যয় সমস্যার সমাধান করা। সেই সঙ্গে সরকারের অর্থ পাওয়া, স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত করা এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষমতা নিয়ে সংসদ সদস্য ও নাগরিকদের হাতে দিয়ে সরকারের আধুনিকায়ন করা।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.