
পরনে অন্তর্বাস ও তোয়ালে। মাথায় কালো কাপড়। আর তা পরেই নাচলেন এক তরুণী। যা রীতিমতো ভাইরাল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে চলছে বেশ আলোচনা।
ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। সেখানকার প্রসিদ্ধ পর্যটনস্থল ‘গেটওয়ে অব ইন্ডিয়া’র কাছে নেচেছেন ওই তরুণী।
সেই ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ের ‘গেটওয়ে অব ইন্ডিয়া’র কাছে অন্তর্বাস এবং তোয়ালে পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী।
আশপাশে পর্যটকদের ভিড়। এমন সময় হঠাৎ করেই উদ্ভটভাবে নাচতে শুরু করলেন ওই তরুণী। সবার নজর তখন তার দিকে। ক্যামেরাবন্দি করারও হিড়িক পড়ে।
যদিও সেসব দিকে না তাকিয়ে রিল বানাতেই ব্যস্ত ছিলেন তরুণী। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভিডিওটি ‘নিকিতা’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভাইরালও হয়েছে। প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনরা।