-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

পাসপোর্ট ভেরিভিকেশন

পাসপোর্ট ভেরিভিকেশন
পাসপোর্ট ভেরিভিকেশন

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন তুলে দিয়ে ড. ইউনুস জনকল্যাণে একটি যুগান্তকারী কাজ করেছেন।

স্বাধীনতার পর থেকে গলার রগ ফুলিয়ে উন্নিশ শো অমুক সালে সেই করেছি, উন্নিশ শো তমুক সালে এই করেছি, এসব গলাবাজির রাজনীতি আমরা অনেক দেখেছি। একথাও বহু শুনেছি যে বৃটিশ আমলের, উপনিবেশিক আমলের আইন দিয়ে স্বাধীন দেশ চলতে পারে না। কিন্তু যারা আইন প্রণেতার নামে এমপি হয়ে রাস্তা ঘাট, ব্রীজ কালভার্টের তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে লুটপাটের টার্ম পূর্ণ করেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এমপি সাহেব, আপনার পাঁচ বছরে জাতীয় সংসদে একটি আইনের কথা বলুন যেটি বৃটিশ আমলে প্রণীত ছিল কিন্তু সেটির সংশোধনার্থে স্বাধীন দেশের উপযোগী করতে আপনি সংসদে একটি প্রস্তাব এনেছিলেন, অধিকাংশ এমপি সাহেবরাই বলতে পারবেন না।

- Advertisement -

অধিকাংশ সরকার মুলত দেশ চালিয়েছেন গতানুগতিক কায়দায়, মোকাবিলা করেছেন বিরোধী দলের হরতাল আর জ্বালাও পোড়াও এর রাজনীতি। খুব কম সরকারই আছেন যারা সত‍্যিকার সংস্কার করার উদ্যোগ নিয়েছেন, চেষ্টা করেছেন।

কানাডাতে নুতন পাসপোর্ট করতে অন‍্য একজন পাসপোর্টধারী সিটিজেনের সত‍্যায়ন লাগে মাত্র, কখনো কোন পুলিশ ভেরিফিকেশন লাগে না। তাকে একটি ফর্ম ফিল-আপ করে বলতে হয় তিনি ঐ ব‍্যক্তিকে কত বছর যাবত চিনেন। সেখানে তার নাম, ঠিকানা ও ফোন নং দিতে হয়। পাসপোর্ট অফিস থেকে ফোন করে এটা যাচাই করা হয়। এটাই যথেষ্ট। পাসপোর্ট করতে কোথাও কোন দালালকে টাকা দিতে হয় না, হয়রানির শিকার হতে হয় না।

বছর দুয়েক আগে বাংলাদেশে আমার নিজের পাসপোর্ট রিনিউ করতে গেলে বলা হয়, রিনিউ হবে না, নুতন পাসপোর্ট করতে হবে। আবেদন করার দুদিন পর ঢাকার গুলশান মসজিদে একটা জানাজার নামাজে দাঁড়িয়েছি তখন। সেই সময় একজন পুলিশ অফিসার ফোন করেছেন, তার সাথে দেখা করতে, পুলিশ ভেরিফিকেশন নিয়ে কথা বলবেন। সকালে একবার ফোন করেছিলেন, আবার বিকেলে ফোন দিয়েছেন। বুঝলাম তিনি নুতন এসেছেন থানায়, চিনতে পারেন নি। বললাম, আপনার যা যা ডকুমেন্টস লাগবে আমার লোককে বলে দিবেন, সে সব দিয়ে দিবে। আমি ঢাকায় আছি, দুঃখিত, দেখা করতে পারছি না। অন‍্য পুলিশ অফিসারদের সহযোগিতায় তিনি খুব দ্রুতই সবকিছু করে দিয়েছিলেন। সাধারণ মানুষের জন‍্যে এই পদ্ধতিটা ছিল একেবারেই অপ্রয়োজনীয়। লক্ষ লক্ষ লোক হয়রানির শিকার হয়েছেন। আশা করি এখন তার অবসান হবে। তবে পাসপোর্ট নিয়ে যাতে জালিয়াতি না হতে পারে, ভুয়া পাসপোর্ট করে অন‍্যদেশের লোকজন যাতে বিদেশে যেতে না পারে বা অপরাধ সংঘটন না করতে পারে, এ বিষয়ে নিশ্চয়ই কোন না কোন প্রতিকারমুলক ব‍্যবস্হা রাখা হবে বলে আমি বিশ্বাস করি। একই সাথে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স অফিস থেকে দালালদের দৌরাত্ম্য সমুলে উৎপাটন করা হবে বলে আশা রাখি।

স্কারবোরো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles