-0.1 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ইলন মাস্কের কানাডিয়ান সিটিজেনশিপ বাতিল হবে!

ইলন মাস্কের কানাডিয়ান সিটিজেনশিপ বাতিল হবে!
লন্ডনের টাওয়ার হ্যামলেটসেরর দেওয়ালে বাংলায় লেখা হোয়াইট চ্যাপল স্টেশন

ইলন মাস্ক একজন বিশ্ব সেরা ধনকুব। তিনি ইচ্ছে করলেই যে কোনো কিছু আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারেন, পারেন টাকার জোর দেখাতে। তার থাকার কথা ছিল এই উদ্ভাবিত শক্তির জোর নিয়ে, মানুষের মন জয় করে। কিন্তু ঘটনা ঘটে চলেছে সম্পূর্ণ বিপরীতে। বর্তমানে তিনি পুরোপুরি নাক গলাচ্ছেন, রাজনৈতিক, সাস্কৃতিক এমনকি বিভিন্ন ভাষা বিরোধী কর্মকাণ্ডেও।

তিনি কাজ করছেন ট্রাম্পের face of department of government efficiency হিসেবে। তাকে ট্রাম্পের key adviserও বলা হয়। সেই জোরে তিনি ট্রাম্পের চেয়ে কম অংশে শাসন করে বেড়াচ্ছেন না বিশ্বে।

- Advertisement -

লন্ডনের টাওয়ার হ্যামলেটসেরর দেওয়ালে বাংলায় লেখা “হোয়াইট চ্যাপল স্টেশন”। বাঙালিদের অবদানের জন্য বাংলা ভাষায় এই নাম ফলক লাগিয়ে দেওয়া হয়েছে রেল স্টেশনের গেইটে। কিন্তু সেটাও এখন রীতিমতো গলার কাঁটা হয়েছে এই ধনকুব খ্যাত ইলনের। তার মাথায় রাজ্যের বেথা কেন লন্ডনে ইংরেজি লেখার পাশে বাংলা লেখা থাকবে? এমন যে কোনো বিষয়ে মাথা ঢুকিয়ে দিতে তিনি পিছপা হচ্ছেন না।

বিশ্ব যেখানে ট্রাম্পের নজিরবিহীন পাগলামিতে দিশেহারা, সেখানে এই বিলিওনিয়ার আগুনে ঘি ঢেলে অগ্নিসংযোগ ঘটানোর কাজে বেশ তৎপর রয়েছেন।

তিনি বলেছেন, আমেরিকার ফেডারেল employee দের ফারায় করে দেবেন।

তিনি ক্যালিফর্নিয়াকে bankrupt জারি করতে যাচ্ছেন। সে যাক, তিনি যা খুশি তাই করুন আমেরিকানদের নিয়ে। সেটা আমাদের কোনো বিষয় না।

কিন্তু  তিনি নাক গলাচ্ছেন বিশ্বের আরো অনেক দেশ নিয়ে। তার মধ্যে প্রাধান্য পাচ্ছে কানাডাও। ট্রাম্পের সঙ্গে জোট বেঁধে তিনি কানাডার ওপরে বিভিন্ন শুল্ক আরোপের সিদ্ধান্তের অংশীদার। তাছাড়া তিনি বিভিন্ন মন্তব্য ছুড়ে দিয়েছেন। ট্রাম্প তার পাগলামির সীমারেখা অতিক্রম করে ক্রমাগত বলে যাচ্ছেন কানাডাকে তিনি 51 state বানাবেন আর ট্রুডো হলেন তার গভার্নর। ট্রাম্পের এই কথা ধার করে ইনল মাস্কও বলে বেড়াচ্ছেন  “Trudeau as a “governor.”

এর আগে মাস্ক কনজারভেটিভের নেতা Pierre Poilievreকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অগ্রিম অভিনন্দন জানান ও নানা মন্তব্য করেন। আর Pierre Poilievreও বেশ উদ্বেলিত হয়ে ওঠেন মাস্কের খায়েশ দেখে। এখন কথা হলো পরবর্তী নির্বাচনে এই Pierre Poilievreকে কানাডার মানুষ নির্বাচিত করলে ফলটা কী হতে পারে! ‘খাল কেটে কুমির আনা’ বাস্তবায়িত হবে।

যাই হোক, সব মিলিয়ে কানাডিয়ান নেতারা ইলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মাস্ক জন্ম নিয়েছেন Pretoria, সাউথ আফ্রিকায়। কিন্তু তার মা কানাডিয়ান Regina-born। সেই সূত্রে মাস্কও কানাডিয়ান সিটিজেন ও কানাডিয়ান পাসপোর্টধারী।

কিন্তু মাস্কের এমন সব আচরণে চটেছেন কানাডিয়ান নেতারা। তারমধ্যে NDP দলের এমপি Charlie Angus চান প্রধানমন্ত্রী ট্রুডো যেন মাস্কের dual-citizenship status and Canadian passport — ক্যান্সিল করে দেন। কারণ তিনি মানে মাস্কের কর্মকাণ্ড নিয়ে কানাডা মনে করছে ” His activities that go against the national interest of Canada.”

এইজন্য এই নেতা electronic petition calling on the government to do that, “effective immediately.” করেছেন। মানে একটা ইলেকট্রনিক পিটিশন e-petition খোলা হয়েছে যেখানে সবাই সাক্ষর করবে। এই পিটিশনে লেখা হয়েছে যে, “He has now become a member of a foreign government that is attempting to erase Canadian sovereignty,” the online petition says.

এখন পর্যন্ত 76,000 সাইন পড়েছে পিটিশনে এবং বাড়বে।

পিটিশনে সাইন নেওয়া হবে আনটিল জুন ২০ পর্যন্ত। দেখা যাক কী হয়! কার জোর কতো দূর গিয়ে থামে।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles