
বিদেশি নারীর ঊরুতে ‘দেবতার ট্যাটু’ এঁকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ভারতে এক শিল্পী ও ট্যাটু পার্লারের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতে উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে এটি ক্ষোভের সৃষ্টি করেছে।
আজ মঙ্গলবার সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ ঘটনাটি নিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ট্যাটু পার্লারের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত রকি রঞ্জন বিসোই (৩৩) পুলিশকে জানিয়েছেন, তার পার্লারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় এক নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
এর আগে, রকি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওই নারী ও ট্যাটুর একটি ছবি পোস্ট করেছিলেন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কয়েকজন জগন্নাথভক্তের অভিযোগের ভিত্তিতে গত রবিবার রাতে ভুবনেশ্বরের শহিদনগর থানায় মামলা হয়।
এরপর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ট্যাটু পার্লারের মালিক এবং শিল্পীকে গ্রেপ্তার করে পুলিশ। একইসঙ্গে ওই বিদেশি নারী এমন কাজ যাতে আর না করেন, সে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই বিদেশি নারী ভুবনেশ্বরে কর্মরত। তাকে চিহ্নিত করা হয়েছে।