5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কাঠগড়ায় শাকিলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রুপা

কাঠগড়ায় শাকিলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রুপা

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৫ মার্চ) সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। শুনানির এক পর্যায়ে ফারজানা রুপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান।

- Advertisement -

আদালতে আসামির ডকে থাকাবস্থায় শাকিল ও ফারজানা একে অপরের সঙ্গে দীর্ঘসময় আলাপচারিতাও করেন। তবে এই দম্পতির মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিন আদালতের উদ্দেশে ফারজানা রূপা বলেন, আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারব। এসময় বিচারক বলেন, এখানে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।

এরপর ফারজানা রুপা বলেন, মামলা তো ডজন খানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখান।

এদিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলার মধ্যে একটি শাকিল, ফারজানাসহ ঢাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার দেখানো হয়। অপর মামলায় তাদের দুজনসহ সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles