-0.1 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ভাড়া নির্ধারণে মালিকরা এআই ব্যবহার করছেন কিনা খতিয়ে দেখছে কম্পিটিশন ব্যুরো

ভাড়া নির্ধারণে মালিকরা এআই ব্যবহার করছেন কিনা খতিয়ে দেখছে কম্পিটিশন ব্যুরো
কানাডিয়ান রিয়েল এস্টেট রেন্টাল বাজারের মূল্য নির্ধারণে এআইচালিত অ্যালগোরিদমের সম্ভাব্য ব্যবহার খতিয়ে দেখার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিযোগিতা ব্যুরো কম্পিটিশন ব্যুরো

কানাডিয়ান রিয়েল এস্টেট রেন্টাল বাজারের মূল্য নির্ধারণে এআইচালিত অ্যালগোরিদমের সম্ভাব্য ব্যবহার খতিয়ে দেখার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিযোগিতা ব্যুরো (কম্পিটিশন ব্যুরো)। রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে এর চর্চা রয়েছে। এটা দিয়ে প্রতিযোগীরা কী পরিমাণ ভাড়া বা ইজারা মূল্য দাবি করছে তা জানা যায়।

আমেরিকান একটি অ্যান্টিট্রাস্ট মামলায় অভিযোগ করা হয়েছে যে, কৃত্রিমভাবে ভাড়া বাড়াতে কোম্পানিগুলো সফটওয়্যারটি ব্যবহার করছে। ভাড়ার তথ্য সংক্রান্ত প্রতিযোগিতামূলকভাবে সংবেদনশীল তথ্য বিনিময়ের জন্য ডজনখানেক কোম্পানি টেক্সাসভিত্তিক রিয়েলপেজের ইল্ডস্টার প্ল্যাটফরম ব্যবহার করছে।

- Advertisement -

আরও ছয়টি করপোরেট ল্যান্ডলর্ডকে অন্তর্ভুক্ত করে মার্কিন বিচার বিভাগ গত মাসে মামলাটি সংশোধন করেছে। মূল্য নির্ধারণে প্রতিযোগীদের বাণিজ্যিক সংবেদনশীল উপাত্ত ব্যবহারে এই স্কিমে তারাও অংশগ্রহণ করে।

স্বাধীন মিডিয়া আউটলেট দ্য ব্রিচ ২০২৪ সালের ২৭ নভেম্বর প্রথম প্রতিযোগিতা ব্যুরো বিষয়টি তদন্তের কথা জানায়। কিন্তু ব্যুরো সে সময় বিষয়টি নিশ্চিত করেনি।

আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে ব্যুরোকে অবশ্যই তার কাজ গোপন রাখতে হবে। এবং এ ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য জানানো যাচ্ছে না।

আইনের অধীনে আমরা যদি এমন কোনো কর্মকা-ের প্রমাণ পাই, যা উদ্বেগ সৃষ্টি করতে পারে তাহলে আমরা ব্যবস্থা নেব।

এনডিপি গত সেপ্টেম্বরে প্রথম বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রতিযোগিতা ব্যুরোর প্রতি আহ্বান জানায়। ব্রিটিশ কলাম্বিয়ার এনডিপি এমপি বনিতা জারিল্লো গত বছরের অক্টোবরে হাউস অব কমন্সের মানবসম্পদ সংক্রান্ত কমিটির মাধ্যমে বিষয়টি তদন্তের চেষ্টা করেন। কিন্তু তার প্রস্তাব সে সময় সমর্থন পায়নি।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles