-0.1 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

গুগল কানাডা ক্ষমতা অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে

গুগল কানাডা ক্ষমতা অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে
বাজারের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে গুগল

বাজারের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে গুগল। কানাডায় প্রযুক্তি জায়ান্টটির বিজ্ঞাপন চর্চাকে কেন্দ্র করে কম্পিটিশন ব্যুরোর মামলার লিখিত জবাবে এই দাবি করেছে তারা।

শুক্রবার আদালতে দাখিল করা নথিতে গুগল ও তাদের কানাডিয়ান শাখা এই যুক্তি তুলে ধরেছে যে, কোম্পানির তাৎপর্যপূর্ণ কোনো বাজার ক্ষমতা নেই।

- Advertisement -

অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় প্রতিযোগিতাহীন আচরণের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করেছে প্রতিযোগিতা ব্যুরো। ব্যুরো চায়, গুগল তাদের দুটি সেবা বিক্রি করে জরিমানা পরিশোধ করুক।

ব্যুরোর বাজারের সংজ্ঞার সঙ্গে দ্বিমত পোষণ করেছে কোম্পানিটি। আদালতে দাখিল করা নথিতে তারা বলেছে, ব্যুরো তাদের কাছে যে আর্থিক জরিমানা দাবি করেছে তা অসাংবিধানিক।

গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করে ব্যুরো বলেছে, তাদের তদন্তে এটা প্রমাণিত হয়েছে যে, বাজার আধিপত্য ধরে রাখতে কোম্পানি তাদের বিজ্ঞাপন টুল অবৈধভাবে ব্যবহার করেছে।

ওয়েবসাইটে যেসব বিজ্ঞাপন দেখা যায় তা সাধারণত স্বয়ংক্রিয় নিলামের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা হয়। অ্যাড ইনভেন্টরি ব্যবস্থাপনা, ক্রয় অথবা ক্রেতা ও বিক্রেতার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কোম্পানিগুলো একাধিক টুল ব্যবহার করে থাকে। কানাডায় ব্যবহৃত চারটি বৃহৎ অনলাইন বিজ্ঞাপন সেবা সংক্রান্ত প্রযুক্তি ব্যবহার করে। এগুলো হলো প্রকাশকদের জন্য ডাবলক্লিক, অ্যাডএক্স, ডিসপ্লে অ্যান্ড ভিডিও ৩৬০ এবং গুগল অ্যাডস। ব্যুরোর প্রাক্কলন অনুযায়ী, পাবলিশার অ্যাড সার্ভারের প্রায় ৯০ শতাংশ বাজার হিস্যা গুগলের। এ ছাড়া অ্যাডভার্টাইজার নেটওয়ার্কসের ৭০, ডিমান্ড-সাইড প্ল্যাটফরমের ৬০ এবং অ্যাড এক্সচেঞ্জের ৫০ শতাংশ বাজার হিস্যা গুগলের দখলে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles