
কনজার্ভেটিভদের প্রিয় শ্লোগান ‘এক্স দ্য ট্যাক্স’ গত তিন বছরে লোকজনকে তাদের পাশে টানতে ভালো ভূমিকা রেখেছে। এই সময়ে হতাশ কানাডিয়ানরা জীবনযাত্রার বর্ধিত ব্যয় থেকে মুক্তি চাইছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ লিবারেল নেতারা এখন ফেডারেল কনজ্যুমার কার্বন প্রাইস থেকে সরে আসছেন। টোরিদের তাদের শ্লোগান বাতিল করা প্রয়োজন কিনা কেউ কেউ আবার সেই প্রশ্নও তুলছেন।
কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর শনিবার সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন। ডাউনটাউন অটোয়াতে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, অনেক ভেবে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আসন্ন নির্বাচনে কার্বন ট্যাক্স আরও বড় ইস্যু হয়ে উঠবে।
পয়লিয়েভর সবসময়ই বলে আসছেন যে, তিনি কার্বন প্রাইস বাতিল করবেন। তবে শিল্পের কার্বন প্রাইস রেখে দেবেন কিনা সেটা স্পষ্ট নয়। দূষণকারীরা এই কর পরিশোধ করে। শনিবার অনুষ্ঠিত দলের কানাডা ফার্স্ট সমাবেশে তিনি বলেন, কার্বন কর বাতিল শুরু মাত্র। কানাডার ইতিহাসে সবেেচয় বৃহৎ ও দেশপ্রেমিক কর কমানোর দিকে আমরা যাব। সেটা হচ্ছে ব্রিং ইট হোম ট্যাক্স কাট। সেটা হবে জ¦ালানি, বাড়ি নির্মাণ, বিনিয়োগে স্বল্প কর।
কনজার্ভেটিভদের আরও বেশি সংখ্যক বাড়ি নির্মাণের সঙ্গেও কর কর্তনের বিষয়টি জড়িত। ১০ লাখ ডলারের কম মূল্যের নতুন বাড়ি নির্মাণে জিএসটি তুলে দিতে চান তিনি।
পয়লিয়েভর শনিবার বলেন, তার সরকার সেইভাবে তার বাজেট পরিচালনা করবেন যেভাবে একটি পরিবার পরিচালনা করে। প্রতি এক ডলার নতুন ব্যয়ের বিপরীতে আমাদের ১ ডলার সঞ্চয় প্রয়োজন। তিনি আমলাতন্ত্র, পরামর্শক ও করপোরেট ওয়েলফেয়ার কমাতে চান।
কনজার্ভেটিভরা বলছে, একইসঙ্গে তারা বিদেশি সহায়তাও কমিয়ে আনবে। পয়লিয়েভরের দাবি, প্রতি বছর কানাডা যে দেড় হাজার কোটি ডলার সহায়তা ও উন্নয়ন তহবিল দিয়ে থাকে তার বড় অংশ যায় একনায়ক, সন্ত্রাসী ও বৈম্বিক আমলাদের কাছে।
পয়লিয়েভর শনিবার বলেন, তিনি চান কানাডার ফার্স্ট নেশন লোকেরা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হোক।