-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

রমজানে প্রকাশ্যে পানি খেয়ে তোপের মুখে মোহাম্মদ শামি

রমজানে প্রকাশ্যে পানি খেয়ে তোপের মুখে মোহাম্মদ শামি
মোহাম্মদ শামি

মুসলিম উম্মাহর জন্য পবিত্র মাহে রমজান একটি তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে আল্লাহর হুকুম অনুসারে ৩০ দিন রোজা পালন করা ফরজ। অথচ এই ফরজ রোজা না রেখে দিনের বেলায় প্রকাশ্যে পানি পান করায় সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় মুসলিম তারকা পেস বোলার মোহাম্মদ শামি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। রোজা রেখে মাঠের ক্রিকেটে পারফর্ম করা খুবই কঠিন। তাইতো রোজা রাখা সম্ভব হয়নি ভারতীয় তারকা পেস বোলার মোহাম্মদ শামির জন্য। তবে রোজার মাসে দিনের বেলায় খেলার মাঠে তার প্রকাশ্যে পানি পান করা ঠিক হয়নি। যে কারণে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে।

- Advertisement -

সোশ্যাল মিডিয়ায় শামিকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরলভি।

সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী বুধবার মাওলানা বলেছেন, রমজান মাসে মুসলিমরা রোজা রাখেন, এটি আল্লাহর নির্দেশিত একটি ফরজ কাজ। রমজান মাসে রোজা না রেখে প্রকাশ্যে পানি পান করা ওনার উচিত হয়নি। শরীয়তের দৃষ্টিতে উনি অন্যায় করেছেন। যে কারণে ওনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।

তিনি আরও বলেছেন, প্রকাশ্যে পানি পান করার কারণে সারা বিশ্বের মানুষ তাকে দেখছেন। উনি খেলছেন মানে উনি সুস্থ আছেন। সুস্থ থাকার পরও রোজা রাখেননি। যা মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে।

অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতির মন্তব্যের দ্বিমত পোষণ করেছেন ভারতীয় বেশ কিছু আলেম। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ সদস্য মাওলানা খালিদ ফারাঙ্গি মাহালি বলেছেন, প্রত্যেক মুসলিমকে বাধ্যতামূলকভাবে রোজা রাখতে হয়। বিশেষত রমজান মাসে সেটা করতে হয়। তবে কোরানে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে, কেউ যদি কোনও সফরের মধ্যে থাকেন বা অসুস্থ থাকেন, তাহলে রোজা পালন না করার সুযোগ আছে। মোহাম্মদ শামি এখন আরব আমিরাত সফরে আছেন। তাই ওনার রোজা পালন না করার সুযোগ আছে। ওনার দিকে কারও আঙুল তোলার কোনও অধিকার নেই।

একইসুরে কথা বলেছেন, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ রশিদি। তিনি বলেছেন, যাদের ধর্ম নিয়ে কোনও ধারণা নেই, তারা এরকম কথা বলেন। যদি কোনও সমস্যা থাকে, তাহলে ইসলামে কোনও সফরকারীকে রোজা পালন না করার অনুমতি দেওয়া আছে। তাছাড়া কাউকে অপরাধী হিসেবে বলার কোনও অধিকার কারো নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles