-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

খুশিতে রোহিতকে জড়িয়ে ধরলেন আনুষ্কা, পাশেই ছিলেন কোহলি

খুশিতে রোহিতকে জড়িয়ে ধরলেন আনুষ্কা, পাশেই ছিলেন কোহলি
ছবি সংগৃহীত

আহা কি আনন্দ আকাশে বাতাসে—রোহিত ব্রিগেডের তখন খুশি আর ধরে না। চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিতের পর লোকেশ রাহুল আকাশে তাকিয়ে কি যেন বললেন। ততক্ষণে সবাই মাঠে নেমে গেছে। উল্লাস করছে। সেই আনন্দে সামিল হয়েছিলেন রোহিতদের পরিবারও। ডাগ আউটের ক্যামেরাবন্দি হন আনুষ্কা শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ শামি, রোহিত ও তার পরিবার।

নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার পরপরই মাঠের পাশে নেমে আসেন বলিউড তারকা আনুষ্কা। ছুঁটে আসেন কোহলি। স্বামীকে তখন জড়িয়ে ধরেন আনুষ্কা। মাথার চুল ঠিক করে দেন। এসময় কোহলির সঙ্গে নেচে উদযাপনও করেন। এরপরই আনুষ্কা জড়িয়ে ধরেন রোহিতকে। দুই শর্মার মিষ্টি সেই উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

- Advertisement -

শিরোপার ডায়াসে ওঠার আগে রোহিতদের একাধিক কাণ্ড সামাজিক যোগাযোগ মাধম্যে ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে দেখা যায়, শামির মায়ের পা ছুঁয়ে সালাম করছেন কোহলি। অন্য ভিডিওতে দেখা যায়, স্ত্রী সাজদে ও কন্যার সঙ্গে ছবি তুলছেন রোহিত। রাহুলের উদযাপন। কুলদীপদের নাচ। আনন্দে আত্মহারা কোহলিদের সেই উদযাপনের পূর্ণতা পায় শিরোপা শূন্যে তোলার মাধ্যমে।

কোহলিদের ভয় ছিল, রবিবারের ফাইনাল কখনও জিততে পারেনি। সেই শাপ অবশ্য দুবাইয়ে বসতে দেয়নি। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামকে স্পিনস্বর্গ বানিয়ে বসে ভারত। চার স্পিনার নিয়ে কিউইদের কুপোকাতও করে। ৭ উইকেট হারিয়ে আড়াইশ রান পেরোয় নিউজিল্যান্ড। ২৫১ রানের সেই পুঁজিতেও লড়াই থাময়নি কেন উইলিয়ামসনের দল। তবে রোহিতদের উদযাপনের উপলক্ষ্য রুখতে পারেনি।

- Advertisement -

Related Articles

Latest Articles