-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

সানা-শোয়েবের বিশেষ মুহূর্তের ভিডিও ভাইরাল

সানা-শোয়েবের বিশেষ মুহূর্তের ভিডিও ভাইরাল
ছবি সংগৃহীত

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। বিয়ের পর থেকেই পাকিস্তানের বিনোদন ও ক্রীড়াজগতের হট টপিক এই দম্পতি। তাদের প্রতিটি গতিবিধি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

সম্প্রতি জিতো পাকিস্তান লিগ নামের এক টিভি অনুষ্ঠানে সানা আর শোয়েবের একটি বিশেষ মুহূর্তের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অনুষ্ঠানের নতুন এক পর্বে দেখা যায়, সানা জাভেদ কিছুটা অন্যমনস্ক। উপস্থাপক ও অভিনেতা ফাহাদ মোস্তফা এসময় তাকে কী হয়েছে জিজ্ঞেস করলে সানা জানান, তিনি তার মিয়াঁর (স্বামী শোয়েব মালিক) সঙ্গে কথা বলছেন।

- Advertisement -

সানা-শোয়েবের এই রোমান্টিক মুহূর্ত অল্প সময়েই সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়। ভিডিওতে তাদের শুভাকাঙ্ক্ষীরা যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি নিন্দুকেরা সানা এবং শোয়েবের আগের বিয়ের কাহিনী টেনে খোঁচা দিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন বেশ দূরেই আছেন শোয়েব মালিক। পাকিস্তানের খেলার সময় এখন টিভি বিশ্লেষক হিসেবেই বেশি দেখা মেলে তার। এছাড়া বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতেও নিয়মিত মুখ তিনি।

গত বছরের জানুয়ারিতে সানিয়া মির্জার সঙ্গে শোয়েবের বিচ্ছেদের খবর জানা যায়। একই মাসে সানা জাভেদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

শোয়েবের মতো সানা জাভেদেরও এটি দ্বিতীয় বিয়ে। ২০২০ সালে পাকিস্তানের সংগীতশিল্পী উমেইর জাসওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে ২০২৩ সালে এই সানা-উমেইর দম্পতির পথ বেঁকে যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles