5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

শেখ পরিবারের ভেতরেও দুই-তিনটা গ্রুপ আছে: সোহেল তাজ

শেখ পরিবারের ভেতরেও দুই-তিনটা গ্রুপ আছে: সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ছবিঃ সংগৃহীত

শেখ পরিবারও দুই তিন ভাগে বিভক্ত। এমনকি শেখ সেলিম এবং শেখ হাসিনার মধ্যেও একটা টানাপোড়েন আছে। বললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

- Advertisement -

সোহেল তাজ বলেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক মানুষের চোখ থাকে। বিভিন্ন কন্ট্রাক্ট পাওয়ার জন্য। আমি চেষ্টা করেছিলাম এগুলো যাতে সঠিক পদ্ধতিতে হয়। কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নোটিশ করেছি বিভিন্ন প্রভাবশালী মহল, বিশেষ করে একটি পরিবারের সদস্যরা এখানে প্রভাব খাটাতে যাচ্ছে। এখানে আরো কিছু বাণিজ্য ছিলো, পুলিশের বদলি বাণিজ্য আমি থামিয়ে দিয়েছিলাম, স্পষ্টভাবে আমার সকল প্রধানদের ডেকে জানিয়ে দিয়েছি আজ থেকে সকল বাণিজ্য বন্ধ। এখানে ট্রান্সফার, নিয়োগ, বদলি টাকার বিনিময়ে হবে না। তখন আমি বুঝতে পেরেছিলাম কার কার স্বার্থে আঘাত লেগেছে। এখানে সেই পরিবারের অনেক সদস্য ছিলো যারা এগুলো নিয়ে ডিল করতেন।

শেখ পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে সোহেল তাজ বলেন, ‘শেখ ফ্যামিলির ভেতরের বিভক্তি আছে। এখানে আবার দুই-তিনটা গ্রুপ আছে। আমি যদি ভুল না করে থাকি, শেখ সেলিম এবং শেখ হাসিনার মধ্যেও একটা টানাপোড়েন আছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles