11.5 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

ট্রাম্পের হুমকির বিরুদ্ধে সমাবেশের জন্য তৈরি কানাডিয়ানরা

ট্রাম্পের হুমকির বিরুদ্ধে সমাবেশের জন্য তৈরি কানাডিয়ানরা - the Bengali Times
কানাডিয়ানরা সম্মিলিতভাবে উদ্বিগ্ন এবং হোয়াইট হাউস থেকে আসা হুমকি মোকাবিলায় তারা নিজেদের পতাকা উড়াতে প্রস্তুত

কানাডিয়ানরা সম্মিলিতভাবে উদ্বিগ্ন এবং হোয়াইট হাউস থেকে আসা হুমকি মোকাবিলায় তারা নিজেদের পতাকা উড়াতে প্রস্তুত। লেজারের নতুন এক সমীক্ষা বলছে, কানাডিয়ান রপ্তানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ এবং কানাডাকে আত্তীকরণে ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে কানাডিয়ানদের উদ্বেগ ও দেশপ্রেমের মাত্রা উভয়ের মাত্রাই বেড়ে গেছে।

সমীক্ষা বলছে, যুক্তরাষ্ট্রের নিটকতম ইউনিয়ন হতে কানাডাকে চাপ প্রয়োগের জন্য দেশটিকে মার্কিন বাণিজ্যের ওপর নির্ভরশীল করার ট্রাম্পের প্রচেষ্টা নিয়ে উদ্বিগ্ন ৮২ শতাংশ কানাডিয়ান। তাদের মধ্যে অর্ধেক বলেছেন, এ নিয়ে তারা খুবই উদ্বিগ্ন।

- Advertisement -

তবে ট্রাম্পের হুমকি জাতীয় গৌরবও ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে। ৮৫ শতাংশ বলেছেন, কানাডিয়ান হতে পেরে তারা গর্বিত। এদের মধ্যে ৫৮ শতাংশ বলেছেন যে, তারা খুবই গর্বিত।

এ ধরনের দেশাত্ববোধ জেগে ওঠার নজির আর সাম্প্রতিক সময়ে নেই। আপনি যদি আমাকে পেছনে যেতে বলেণ তাহলে সম্ভবত আমি ভাবব ভ্যানকুভারে ২০১০ সালে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের কথা। স্বর্ণালী লক্ষ্য। সেটা এখন সর্বোচ্চ সংখ্যায়।

এটা রাজনৈতিক আবহকে নাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের শুল্ক ও বাণিজ্য সম্পর্ক বিরোধী দলগুলোর জন্য কঠিন করে তুলেছে। বিষয়টি গণমাধ্যমে প্রভাব বিস্তার করে আছে এবং ফেডারেল ও প্রাদেশি পর্যায়ে বিরোধী দলগুলোর সাফল্য পাওয়াকে কঠিন করে তুলছে। কারণ, এটা এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের, প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর অথবা প্রিমিয়ারের সঙ্গে গভর্নরের বিষয়।

কিন্তু এটা রাজনৈতিক পরিসরে কানাডিয়ানদের একত্রও করছে। কানাডার সাবেক পাঁচজন প্রধানমন্ত্রী কানাডা ফ্ল্যাগের ৬০তম বার্ষিকীতে কানাডার পতাকা উড়ানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের হুমকির মধ্যে জাতীয় গর্ব হিসেবে দেখাতে এই আহ্বান জানান তারা।
৭ থেকে ১০ ফেব্রুয়ারি অনলাইনে ১ হাজার ৫৯০ জন প্রাপ্ত বয়স্ক কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালানো হয়।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles