
অ্যামাজনের ওয়্যারহাউসের কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন বলেছে, অনলাইন রিটেইল জায়ান্টটি কুইবেকে তাদের সাতটি ওয়্যারহাউস বন্ধ করে দেওয়ার কাজ এ সপ্তাহে শুরু করেছে। এর ফলে হাজারো কর্মী কর্মহীন হয়ে পড়বেন।
ইউনিয়ন প্রেসিডেন্ট ফেলিক্স ট্রুডো বলেন, মন্ট্রিয়ল এলাকায় তিনটি ওয়্যারহাউস শুক্রবার রাতে বন্ধ করে দেওয়ার ব্যাপারে নিশ্চিত খবর রয়েছে তার কাছে। এর মধ্যে তার নিজের ওয়্যারহাউসটিও রয়েছে। শুক্রবার লেট শিফটের কিছু কর্মী সেখানে উপস্থিত হন। এসে তারা ওয়্যারহাউস বন্ধ দেখতে পান। মন্ট্রিয়লে অবস্থিত চতুর্থ ওয়্যারহাউসটি এ সপ্তাহে বন্ধ করে দেওয়া হয়েছে বলে তার কাছে খবর রয়েছে। যদিও এটি বন্ধ করার কথা ছিল মার্চে।
যদিও অ্যামাজন এক বিবৃতিতে বলেছে, পরিকল্পনা অনুযায়ীই শনিবার তিনটি ওয়্যারহাউস বন্দ করে দেওয়া হয়েছে। চতুর্থ ওয়্যারাহাউসটি নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঠিক কবে বন্ধ করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাননি তিনি।
কোম্পানিটি প্রায় দুই হাজার কর্মী কমাচ্ছে। কিন্তু সাবকন্ট্রাক্টরদের নিয়োগকৃত কর্মীদের ধরলে মোট ছাঁটাইয়ের সংখ্যা প্রায় সাড়ে চার হাজারে পৌঁছাবে। এমনটাই জানিয়েছে কুইবেকের লেবার গ্রুপ কনফেডারেশন ডেস সিন্ডিকেটস ন্যাশিওনক্স।
প্রায় ২৬০ জন অ্যামাজন কর্মীর প্রতিনিধিত্ব করেন ট্রুডো। এই বন্ধের জন্য ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে অভিযুক্ত করে তিনি বলেন, গত মে মাসে তার ওয়্যারহাউসে কর্মীদের ইউনিয়ন করার শাস্তি হিসেবে এই পদক্ষেপ। অ্যামাজন তাদের ওয়্যারহাউসগুলো পুনরায় খুলে না দিলে অথবা ছাঁটাইকৃত সব কর্মীকে যথোপযুক্ত বেনিফিটসহ এক বছরের বেতন পরিশোধে সম্মত না হওয়া পর্যন্ত বর্জনের ডাক দিয়েছেন তিনি।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.