12 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

চাপাতি বিক্রি বন্ধ করছে ওয়ালমার্ট কানাডা

চাপাতি বিক্রি বন্ধ করছে ওয়ালমার্ট কানাডা - the Bengali Times
ম্যানিটোবা ইন স্টোরে চাপাতি ও লম্বা ব্লেডের অন্যান্য সামগ্রী অপ্রাপ্ত বয়স্কদের কাছে বিক্রি বন্ধে আইন পাস করার পর এই উদ্যোগ নিল ওয়ালমার্ট কানাডা

কানাডাজুড়ে লম্বা ব্লেডের অস্ত্র বিক্রি বন্ধ করবে বলে জানিয়েছে ওয়ালমার্ট কানাডা। ইন-স্টোর এবং অনলাইনে এটির বিক্রি বন্ধ করবে প্রতিষ্ঠানটি।

ম্যানিটোবা ইন-স্টোরে চাপাতি ও লম্বা ব্লেডের অন্যান্য সামগ্রী অপ্রাপ্ত বয়স্কদের কাছে বিক্রি বন্ধে আইন পাস করার পর এই উদ্যোগ নিল ওয়ালমার্ট কানাডা।

- Advertisement -

বিচারমন্ত্রী ম্যাট ওয়েব অ্যামাজন এবং ওয়ালমার্টের মতো বেশ কিছু বড় অনলাইন রিটেইল আউটলেটকে আইনের স্পিরিট অনুসরণের আহ্বান জানিয়ে চিঠি লেখেন। অ্যামাজন এ সপ্তাহে আরও বেশি কিছু ঘোষণা করে। লম্বা ব্লেডের অস্ত্রের চালান ম্যানিটোবার সব ঠিকানায় নিয়ন্ত্রিত ঘোষণা করেছে। এমনকি ক্রেতা যদি প্রাপ্ত বয়স্ক হন তা সত্ত্বেও।

অ্যামাজনের চেয়েও বেশি করছে ওয়ালমার্ট। অনলাইন প্ল্যাটফরম ও কানাডাজুড়ে সব স্টোর থেকে লম্বা ব্লেডের অস্ত্র সরিয়ে নিচ্ছে তারা।

ম্যানিটোবায় বেশ কিছু হামলায় চাপাতি ব্যবহার করা হয়েছে। গত বছর ইউনিপেগের একটি কনভিনিয়েন্স স্টোরের কাছে চাপাতি হামলার শিকার এক ব্যক্তির অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles