12.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

ওর নাম সাইক

ওর নাম সাইক - the Bengali Times
আল্লাহর দরবারে যা কিছু দান করা যায় সেসব আমি মূলত দেশেই পাঠিয়ে দিই আর সেই সঙ্গে আমার বোনের ছেলেকে মনে করে সামান্য একটু ঈদ উপহার দিই

আল্লাহর দরবারে যা কিছু দান করা যায় সেসব আমি মূলত দেশেই পাঠিয়ে দিই আর সেই সঙ্গে আমার বোনের ছেলেকে মনে করে সামান্য একটু ঈদ উপহার দিই। এই যা। সে পরিমাণ খুবই সামান্য।  ওর নাম সাইক। সে এমনই একটা ছেলে যে আমার সব সময় খোঁজ-খবর রাখে। আমার অসুস্থতায় সেই ভীষণ অস্থির হয়। আমার আব্বা এমনই ছিলেন। প্রতিদিন আমাকে ঐ সূদুর বাংলাদেশ থেকে ফোন কার্ডের মাধ্যমে ফোন দিতেন।

তো এবারের ঈদেও আমি তাকে দুই হাজার টাকা গিফট দিয়েছি। সে যে খুশি হয়েছে তা অসামান্য। তবে এত কম গিফটে তার বেশি খুশির কারণে তাকে অস্বচ্ছল ভাবার কারণ নেই। তার বাবা ছিলেন ব্যবসায়ী মানুষ। তারা অনেক ধনী। এটা তার বড়ো মনের পরিচয় মাত্র।

- Advertisement -

যাই হোক তারপর সে আমাকে মেসেঞ্জারে একটা বড়ো মেসেজ পাঠিয়েছে। আমি পড়লাম। উপহার আপনি যে কাউকেই দিতে পারেন। কিন্তু সবার অনুভূতির প্রকাশ ক্ষমতা এক রকম না। সাইকের অনুভূতি আমাকে আবিষ্ট করেছে। পৃথিবীতে মানুষে মধ্যে মানুষের পার্থক্য এমনই থাকে দেখবেন। আপনার জীবন পর্যন্ত কাউকে দিয়ে দিয়েও তার মূল্যায়ন পাবেন না। অথচ কাউকে শুধু বার্তা প্রেরণেও তার ভালোবাসায় সিক্ত হওয়া যায়।

সাইকের মেসেজটা;

“আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খালা।

আপনার স্নেহাশীষ স্বরূপ পাঠানো দুই হাজার টাকা আমি পেয়েছি। আপনার এই উপহার পেয়ে আমার হৃদয় যে কী পরিমাণ আনন্দে ভরে উঠেছে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। একজন তৃষ্ণার্ত মানুষ নিষ্ঠুর মরুভূমির উত্তপ্ত পথ পাড়ি দিতে দিতে হঠাৎ যদি শীতল জলের সন্ধান পায়, তবে সে যেমন আনন্দিত হয়, আমিও আপনার উপহার পেয়ে ঠিক তেমনই আনন্দিত হয়েছি। টাকার পরিমাণ হয়তো দুই হাজার, কিন্তু এর মূল্য আমার কাছে অসীম। কারণ, এর সাথে মিশে আছে আপনার গভীর স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ, যা পৃথিবীর সকল ধন-সম্পদের চেয়েও মূল্যবান। আমি যেন সেই মরুভূমিতে পথ হারানো তৃষ্ণার্ত পথিক, আমার হৃদয়ের এই তৃষ্ণা স্নেহ-ভালোবাসার।

আপনি তো জানেন, গত বছর আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বাবার ভালোবাসার গভীরতা ছিল অসীম। প্রতি ঈদে বাবা নিজের হাতে ঈদের খরচ পাঠাতেন। ভেবেছিলাম, বাবার মতো আর কেউ হয়তো আমাকে ভালোবাসবে না। কিন্তু হঠাৎ আলোর ঝলকানির মতো আপনার এই উপহার আমার হৃদয়কে আলোকিত করে তুলল। উপহারটি পেয়ে তারাবির নামাজে আমার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। আপনার জন্য মন থেকে দোয়া করেছি, আল্লাহ যেন আপনার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং আপনাকে ও আপনার পরিবারকে সর্বদা নিরাপদে রাখেন। আমার বিশ্বাস, আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন। আর আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার হবে এটাই।

ইতি আপনার সাইক”

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles