7.8 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

নগ্ন অবস্থায় মহেশ ভাটের পিছনে ছুটছেন পারভিন ববি, গোটা মুম্বই দেখেছিল সেই ঘটনা – কি ঘটেছিল সেদিন?

নগ্ন অবস্থায় মহেশ ভাটের পিছনে ছুটছেন পারভিন ববি, গোটা মুম্বই দেখেছিল সেই ঘটনা – কি ঘটেছিল সেদিন? - the Bengali Times

কারও কারও জীবনের গল্প যেন সিনেমার চিত্রনাট্যের চেয়েও নাটকীয় হয়ে ওঠে। অনেকের জীবনেই এমন ঝড় আসে, যা থামাতে গিয়ে পুরো জীবনই ছাড়খার হয়ে যায়। বলিউডের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী পারভিন বাবির জীবনও ছিল তেমনই এক করুণ কাহিনি। অভিনয় ও স্টাইলের মেলবন্ধনে তিনি হয়ে উঠেছিলেন পরিচালকদের প্রিয়পাত্র। কিন্তু প্রেমের টানাপোড়েন ও মানসিক অসুস্থতা তাঁকে একসময় নিঃসঙ্গ করে তোলে। শেষমেশ নিঃসঙ্গতায় ডুবে থাকা এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ।

- Advertisement -

সত্তরের দশকের শেষ ও আশির দশকের মাঝামাঝি সময়ে পারভিন বাবির ব্যক্তিগত জীবন বলিউডে চর্চার কেন্দ্রে ছিল। বলা হতো, তিনি একসঙ্গে তিনজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন—কবীর বেদি, ড্যানি এবং পরিচালক মহেশ ভাট। যদিও প্রথম দুই সম্পর্ক শুধুই গুঞ্জনের পর্যায়ে ছিল, পারভিন প্রকৃতপক্ষে ভালোবেসেছিলেন মহেশ ভাটকে। তাঁদের প্রেমকাহিনি আজও বলিউডের ইতিহাসে আলোচিত।

মহেশ ভাট তখন বিবাহিত ছিলেন। তাঁর স্ত্রী কিরণ ভাট এবং ছোট মেয়ে পূজা ভাটের সঙ্গে সুখী সংসার ছিল। কিন্তু পারভিনের প্রতি তাঁর ভালোবাসা এতটাই গভীর হয়ে ওঠে যে, তিনি সংসার ছেড়ে পারভিনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে চলে আসেন। প্রথমদিকে সবকিছু ঠিকঠাক চললেও ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যায়।

শোনা যায়, সেই সময় অমিতাভ বচ্চনের সঙ্গে পারভিনের নাম জড়িয়ে পড়ে। বলিপাড়ায় গুঞ্জন ওঠে যে, তিনি নাকি অমিতাভের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে মহেশ ও পারভিনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। অবশেষে সম্পর্কের অবসান ঘটে, এবং মহেশ পারভিনের ফ্ল্যাট ছেড়ে চলে যান। মহেশ ভাট এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পারভিন তাঁকে ফেরানোর জন্য নানা চেষ্টার পাশাপাশি চরম মানসিক অস্থিরতায় ভুগতেন। এমনকি, তাঁকে আটকাতে নগ্ন হয়ে রাস্তায় দৌঁড়ে যান পারভিন।

পারভিন বাবি মানসিকভাবে সুস্থ ছিলেন না, এবং তাঁকে স্ক্রিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে মনে করা হয়। তাঁর অবসাদগ্রস্ততা ক্রমশ বাড়তে থাকে, যা তাঁকে পুরোপুরি একা করে দেয়। বলিউড থেকে ধীরে ধীরে হারিয়ে যান এই প্রতিভাবান অভিনেত্রী। শেষমেশ নিঃসঙ্গতার গহ্বরে তলিয়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ থাকার পর একদিন তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর পচা-গলা মরদেহ।

এক সময়ের বলিউডের দাপুটে অভিনেত্রীর এমন করুণ পরিণতি আজও বলিউডের জন্য এক বেদনাদায়ক অধ্যায় হয়ে রয়ে গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles